promotional_ad

পথভ্রষ্ট অজিদের আলোকবর্তিকা জাস্টিন ল্যাঙ্গার

promotional_ad

আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর সেই সিরিজ দিয়েই অজিদের কোচ হিসেবে নিজের মিশন শুরু করবেন সাবেক ওপেনার জাস্টিন ল্যাঙ্গার।


বল টেম্পারিং ইস্যুতে যখন তোলপাড় চলছে পুরো অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে সেসময়েই দলকে স্থিতিশীলতা এনে দিতে হাল ধরলেন ৪৭ বছর বয়সী ল্যাঙ্গার। আর ল্যাঙ্গার দায়িত্ব পাওয়ায় বেশ খুশি অজি টেস্ট অলরাউন্ডার হিল্টন কার্টরাইট।


তিনি জানিয়েছেন এর ফলে দলের ক্রিকেটাররা আগের থেকে আরো অনেক বেশি নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। কার্টরাইট বলেন, 



promotional_ad

'যখন তিনি প্রথম এসেছিলেন তখন সকলের সাথেই দারুণ সম্পর্ক ছিলো তাঁর। দেখা যাক তিনি নিজেকে কিভাবে প্রমাণ করেন। ক্রিকেটারদের প্রতি যতটা সময় এবং পরিশ্রম তিনি দিয়ে থাকেন তা আসলেই অসাধারণ। আপনি কখনোই কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য পাবেন না। পরিশ্রম এবং প্রতিভার সংমিশ্রণই কোচিংয়ের ক্ষেত্রে সফলতা বয়ে আনবে।'


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি বছর কোচের দায়িত্ব পালন করেছেন জাস্টিন ল্যাঙ্গার। জিতেছেন তিনটি কেএফসি বিগ ব্যাশ লিগ, দুটি জেএলটি কাপ। সুতরাং ল্যাঙ্গারের উচ্ছ্বসিত প্রশংসা না করে পারেননি কার্টরাইট। তিনি বলেন,


'তিনি যেভাবে খেলোয়াড়দের ম্যানেজ করেন তা আসলেই ভিন্নরকম। তিনি খেলাটির প্রত্যেকটি অংশ বোঝেন এবং জানেন একজন ক্রিকেটারকে কিভাবে আরো ভালো করা যায়। অ্যাডাম ভোজেসের দিকে দেখুন। সে দারুণ প্রতিভাবান একজন খেলোয়াড় ছিলো এবং দুই বছর পর জাস্টিনের অধীনে কোচিং করে সে ৩৪-৩৫ বছর বয়সে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলার সুযোগ পেয়েছে। আপনি যখন এই বয়সেও কারো ভেতরে আলো দেখতে পারবেন, যারা কিনা ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছে এটি অনেক বড় একটি উদাহরণ।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball