প্রতিবারই মনে হয় এ সিরিজে হয়তো থাকবো না- মুশফিক

ছবি:

প্রতিনিয়তই উন্নতি করছে বাংলাদেশের ক্রিকেট। বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও উঠে আসছেন অনেক প্রতিভাবান ক্রিকেটার। ফলে দিন দিন পাইপলাইনও হচ্ছে সমৃদ্ধশালী।
এই কারণে যেকোনো সিরিজের আগে সেরা একাদশ নির্বাচন করতে রীতিমত গলদঘর্ম হতে হয় নির্বাচকদের। এই চিত্র দেখে তাই সহজেই বলা যায় সাকিব, তামিম, মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটাররা অবসর নিলেও তাদের উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না।
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও স্বীকার করেছেন বিষয়টি। তিনি সরাসরিই জানিয়ে দিয়েছেন এদেশে তাদের অবর্তমানে হাল ধরার মতো ক্রিকেটারের অভাব নেই। সাংবাদিকদের মুশফিক এই সম্পর্কে বলেছেন,
'আমি তো প্রতিবারই মনে করি এ সিরিজে আমি হয়ত থাকবো না। সত্যি কথা বলতে আমার এটাই মনে হয়। আমার মনে হয় যথেষ্ট ট্যালেন্ট এবং ম্যাচিউরড ক্রিকেটার আছে বিশেষ করে এইচপি টিমে, লোকাল যারা এ টিমে কিছুদিন পরই আসবে।'

তবে টানা খেলার মধ্যে থাকার কারণে পারফর্মেন্সের গ্রাফ ধরে রাখা তরুণদের জন্য বেশ চ্যালেঞ্জিং বলে মানছেন মুশফিক। এর আগে ৪-৫ মাস ক্রিকেট খেলা চললেও এখন বছরের ১১টি মাসই ক্রিকেটের ওপর থাকতে হয় খেলোয়াড়দের উল্লেখ করে তিনি বললেন,
'আমার মনে হয় লোকাল যারা ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলছে। সময়টা হয়তো একটু বেশি লাগছে। কারণ আগে আমরা দেখা যেতো ৪-৫ মাস ক্রিকেট খেলতাম। এখন এক বছরে ১১ মাসই খেলা হয়। এতদিন ওই পারফর্মেন্সের গ্রাফ ধরে রাখা চ্যালেঞ্জিং।'
দেশের তরুণ এবং প্রতিভাবান ক্রিকেটারদের পাশে দাঁড়ানোরও ইচ্ছা প্রকাশ করেছেন মুশফিক। পাশাপাশি সিনিয়র ক্রিকেটার হিসেবে যারা বর্তমানে খেলছেন তাদের দেশকে এখনও অনেক কিছু দেয়ার বাকি আছে বলে বিশ্বাস করেন তিনি। এই নিয়ে মুশির ভাষ্য,
'এই জিনিসগুলো ওরা (তরুণরা) যদি অনুশীলন করে আশা করছি ভাল করবে। আমরা যারা সিনিয়ররা আছি এটি আমাদের একটা দায়িত্ব। আমরা যে কয়টা বছর খেলেছি আমি বারবারই বলি বাংলাদেশকে দেয়ার অনেক কিছুই আছে।'
শুধু তাই নয়, প্রত্যেকটি সিরিজেই নিজেদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান। বিশেষ করে সামনে থেকে সর্বদা এগিয়ে থেকে পারফর্ম করতে চান তিনি। মুশফিকের বক্তব্য,
'যারা আমাদের উপরে ইনভেস্টমেন্ট করেছেন অবশ্যই তাদের কাছে অনেক দায়বদ্ধতা আছে। চেষ্টা করছি প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা ম্যাচে যেন আমরা সামনে থেকে অনেক কিছুই দিতে পারি। যতদিনই খেলব এ ইচ্ছাই থাকবে।'