promotional_ad

বাংলাদেশ দলে গ্রিনিজের প্রিয় ক্রিকেটার নেই!

promotional_ad

বাংলাদেশ এবং গর্ডন গ্রিনিজ যেন অনেকটা ওতপ্রোতভাবেই জড়িত। ১৯৯৭ সালে এই ক্যারবিয়ান কোচের হাত ধরেই যে নতুন এক দিগন্তের সূচনা করেছিলো বাংলাদেশের ক্রিকেট। সেই গ্রিনিজ আবারো দীর্ঘদিন পর পা রেখেছেন বাংলাদেশের মাটিতে।


হোটেল সোনারগাঁতে সোমবার সাবেক শিষ্যদের সাথে এক মিলনমেলার অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে গ্রিনিজ জানিয়েছেন এদেশের ক্রিকেটকে সর্বদাই অনুসরণ করেন তিনি।


এদেশের ক্রিকেটের প্রতি তাঁর ভালোবাসাও আগের মতোই অটুট রয়েছে। এদেশের খেলাও তিনি দেখেন নিয়মিত। যদিও প্রিয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দল থেকে নির্দিষ্ট কাউকে বাছাই করতে বলা হলে তা করেননি সাবেক এই টাইগার কোচ। গ্রিনিজ বলেন,



promotional_ad

'আমি কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ না করে থাকবো? সেরা খেলোয়াড় নির্বাচন করাটা কঠিন। খেলোয়াড়রা সৌভাগ্যবশত অনেক রান করছে। কিছু হয়তো সফল হচ্ছে না। আমি শুধু দেখতে চাই দল একটা গ্রুপ হিসেবে ভালো খেলছে। আমার কোনো প্রিয় তারকা নেই।'


আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আর এরপরেই গর্ডন গ্রিনিজের দেশ ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে টাইগাররা। আর এই সফরে বাংলাদেশকেই বেশি এগিয়ে রাখছেন গ্রিনিজ। ক্যারিবিয়ানদের সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনায় নিজের দেশকে একেবারেই ফেভারিট মনে করছেন না তিনি। তাঁর ভাষ্যমতে,


'এখন আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজকে হারানোর জন্য যে কোনো দলেরই ভালো সুযোগ আছে। তারা খুব ভালো ক্রিকেট খেলছে না। তাদের অনেক ভালো মুহূর্ত আছে এবং একই সঙ্গে খারপ স্মৃতিও রয়েছে। আমি শুধু চাই এটি ভালো একটি সিরিজ হোক এবং খেলোয়াড়রা প্রতি সিরিজে পরিপক্ক হোক।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball