promotional_ad

নাগিন নাচের বিস্তার ঘটাতে চান অপু

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন নাগিন নাচের উদ্ভাবক নাজমুল ইসলাম অপু। সেই আসরে যতটা না নিজের পারফর্মেন্স দিয়ে, তাঁর চেয়ে ঢের বেশি উইকেট শিকারের পর অদ্ভুত উদযাপনের কারণে লাইম লাইটে এসেছেন তিনি।


তাঁর এই উদযাপন বর্তমানে ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেটেও। গত নিদাহাস ট্রফির সেমিফাইনালে জয়ের পর পুরো বাংলাদেশ দলই অপুর সাথে নেচেছিলো সেই নাগিন নৃত্য। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও যে একই নজীর রাখতে চাইবেন তিনি তা নিঃসন্দেহে বলা যায়।


এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অবশ্য উইকেট খুব বেশি পাননি অপু। ৭ ম্যাচে তাঁর শিকার মোটে ৩ উইকেট। যদিও ব্যাটসম্যানদের রানে বাঁধ দিতে যথেষ্ট পারদর্শী তিনি। যা তাঁর ইকোনমি রেট দেখলেই বোঝা যায়। বর্তমানে ২৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ইকোনমি রেট মাত্র ৭.৩৫।


টি টোয়েন্টি ফরম্যাটের বিচারে যা যথেষ্ট ঈর্ষনীয়। মূলত ব্যাটসম্যানদের দ্রুত পড়তে চেষ্টা করা এবং তাদের দুর্বলতা বুঝে বল করার দক্ষতার কারণেই রান কম দিতে সক্ষম হন অপু। দেশের শীর্ষ স্থানীয় বাংলা দৈনিক মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। অপু বলেন,



promotional_ad

'আমি আসলে মাঠে বোলিংটা করি ব্যাটসম্যানের দুর্বলতা বুঝে। আমি খুব দ্রুত রিড করার চেষ্টা করি ব্যাটসম্যান কি ধরনের শট খেলতে চায় তখন আমি তার বিপরীত কিছু করার চেষ্টা করি। এছাড়াও আমার বল ক্রিজে পড়ে অনেকটাই নিচু হয়ে যায়। যেটিতে অনেক ব্যাটসম্যানেরই খেলতে সমস্যা হয়।'


টি টোয়েন্টি ক্রিকেটের তুলনায় অবশ্য টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটকে বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন নাজমুল অপু। আর টেস্টে খেলার জন্য এখনই পুরোপুরি প্রস্তুত নন তিনি। কেননা এই ফরম্যাটে বেশ কিছু ঘাটতি রয়ে গেছে তাঁর জানান তিনি। অপুর ভাষ্যমতে,


'এটি সত্যি কথা, আমি টি-টোয়েন্টিতে ভালো করি। চার ওভারে চেষ্টা থাকে দলকে সাপোর্ট দেয়ার। আর ওয়ানডেতে আমার বোলিং ভালো হয় বলেই মনে করি। কিছু সমস্যা ছিল সেগুলো দূর করার চেষ্টা করেছি। কিন্তু টেস্টে আরো একটু সময় লাগবে বলেই মনে করি। টেস্ট বোলিংটা একেবারেই ব্যতিক্রম। তাই কিছু কিছু ঘাটতি আছে সেগুলো দূর করেই এ ফরম্যাটে খেলতে চাই।'


টি টোয়েন্টি ক্রিকেটে নাগিন নাচ দেখিয়ে এসেছেন শুরু থেকেই। এবার অপু সব ফরম্যাটেই চাইছেন এই দৃশ্যের অবতারনা করতে। যদিও বড় কিছু করেই উদযাপন করতে চান এই বাঁহাতি স্পিনার। এই প্রসঙ্গে তিনি বলেন,



'কেন নয়, আমি তো উইকেট নিয়ে এ নাগিন নাচ ওয়ানডে ও টেস্ট সব ফরম্যাটে ছড়িয়ে দিতে চাই। তবে এটিও চিন্তা করি যে এ নাগিন নাচের উদযাপনটা যেন বড় কোনো কিছুর পরই করতে পারি। আপাতত সামনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি নিয়ে মনোযোগী। সেখানে সুযোগ পেলে এভাবেই যেন উদযাপন করতে পারি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়ে ভাববো।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball