promotional_ad

টাইগারদের কোচ হতে ইচ্ছুক গর্ডন গ্রিনিজ

promotional_ad

ব্যক্তিগত কারণে দীর্ঘদিন পর আবারো বাংলাদেশের মাটিতে পা রেখেছেন ১৯৯৭ সালে টাইগারদের আইসিসি ট্রফি জয়ী কোচ ক্যারিবিয়ান গর্ডন গ্রিনিজ।


বাংলাদেশে এসেছেন অথচ এদেশের ক্রিকেট নিয়ে কথা বলবেন না তা কি আর হয়? রবিবার ঢাকায় পা রাখার পর সাংবাদিকদের সাথে আলাপকালে গ্রিনিজ জানিয়েছেন, টাইগারদের দ্রুতই একজন হেড কোচ প্রয়োজন।


তাদের সঠিক দিক নির্দেশনা প্রদানের জন্য হলেও একজন অভিজ্ঞ কোচ নিয়োগ দেয়া অতীব জরুরী। এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্রুতই ব্যবস্থা নিবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশের সাবেক এই কিংবদন্তী কোচ। গ্রিনিজ বলেছেন,



promotional_ad

'অবশ্যই তাদের নির্দেশনা দেয়ার মতো কাউকে প্রয়োজন। আশা করি তারা দ্রুতই একজন কোচ পাবে। কারণ এটি অনেক দরকার।'


অবশ্য বিসিবি চাইলে আবারো টাইগারদের কোচ হতে রাজি গ্রিনিজ এই কথাটি বলতে ভুল করেননি। যদিও সেই সম্ভাবনা নেই বললেই চলে বলেও মনে করেন তিনি। গ্রিনিজ বলেন,


'আমি এটা (বিসিবির প্রস্তাব) নিয়ে ভাববো অবশ্যই। তবে আমার মনে হয় এমনটা হবে না।'



উল্লেখ্য এর আগে গর্ডন গ্রিনিজের বাংলাদেশে আসা প্রসঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন মূলত ব্যক্তিগত কারণেই এসেছেন গ্রিনিজ। আকরাম বলেছিলেন,  


'তিনি ব্যক্তিগত কারণে এসেছেন। আমাদের সাথে অনেকদিন পর দেখা হবে। বাংলাদেশ দল আজকে যে পর্যায়ে আছে এখানে তার অবদান অনেক। শুধু একজন কোচ নয়, একজন অভিভাবক হিসেবে তিনি আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তাকে আমরা অন্য চোখে দেখি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball