চূড়ান্ত দল ঘোষণার দিনক্ষণ জানালেন বাশার

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসেই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আর এই সিরিজটিকে সামনে রেখে চলতি মাসের ২০ থেকে ২২ তারিখের মধ্যে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
তবে স্কোয়াড দেয়ার আগে প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের ফিটনেস পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন বাশার। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে কারা থাকছেন আফগানিস্তান সিরিজের স্কোয়াডে। বাশার বলেছেন,
'সবাইকে আমরা দেখতে চাচ্ছি কে কেমন অবস্থানে আছে। ফিটনেসটাও দেখা হবে। একটা ব্রেক গেছে, তবে কে কেমন অবস্থায় আছে সেটা দেখার একটি বিষয় ছিলো। এরপর আমাদের আফগানিস্তান সিরিজ যেহেতু সামনে সুতরাং আমাদের ২০, ২২ তারিখের মধ্যে দল দিয়ে দিতে হবে।'

আফগানদের বিপক্ষে সিরিজের পর টাইগারদের পরবর্তী মিশন ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সিরিজের পর দেশের মাটিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। পাশাপাশি ২০১৯ বিশ্বকাপের জন্য চলবে প্রস্তুতি। সুতরাং সামনের ব্যস্ত সূচির জন্য এইচপি এবং 'এ' দলের প্রতিও জোর দিচ্ছেন নির্বাচকেরা। বাশারের ভাষ্যমতে,
'কাদের নিয়ে কাজ করতে হবে এর পরিকল্পনা তো করতে হবে। সেই পরিকল্পনাই আমরা করছি। একটা বছর কিন্তু একেবারে কম সময় না। এই সময়ের মধ্যে অনেকেই ইনজুরিতে পড়তে পারে, অনেকের ফর্ম হারিয়ে যেতে পারে, অনেকে বাইরে থেকে ভালো পারফর্ম করতে পারে।'
টাইগারদের নির্বাচক আরো জানিয়েছেন, জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া প্রায় সকল ক্রিকেটারেরই কম বেশি সুযোগ রয়েছে। সকলকে এই সুযোগের সদ্ব্যবহার করার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন,
'দলটি তখনই ভালো করবে যখন একটি তরুণ এবং সিনিয়র ক্রিকেটারদের একটি মিক্সার হবে। ভালো পারফর্মেন্স পাবো আমরা। সুযোগ সবারই থাকবে। আশা করি সবাই এই সুযোগটি কাজে লাগাবে।'