promotional_ad

সাকিব-মুস্তাফিজ ছাড়াই ক্যাম্প শুরু

promotional_ad

আজ রবিবার সকাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ট্রেনার মারিও ভিল্লাভারায়নের ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন। সকাল সাড়ে আটটায় ৩১ জন ক্রিকেটার ক্যাম্পে যোগ দিয়েছেন।


আইপিএলে ব্যস্ত থাকা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ক্যাম্পে যোগ দিচ্ছেন না। এছাড়া বাকী সদস্যরা ফিটনেস ক্যাম্পে যোগ থাকছেন। ট্রেনার মারিও আগামী চারদিন ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করবেন।


এরপর ক্রিকেটারদের স্কিল ঝালিয়ে নেয়ার অনুশীলন করা হবে। মূলত আসন্ন আফগানিস্তান সিরিজ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে।



promotional_ad

গত এক মাসে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে পড়েন। এদের মধ্যে তামিম, মুশফিক ও মাহমুদুল্লাহ রিয়াদের মত সিনিয়র ক্রিকেটাররা রয়েছে। যার কারনে আসন্ন ব্যস্ত ক্রিকেট সূচির আগে এই ফিটনেস ক্যাম্পটি আলাদা গুরুত্ব পাচ্ছে।


জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সম্প্রতি বলেছেন,‘ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সঙ্গে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প হবে। সেখানে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ হবে। 


আমাদের জন্য স্বস্তির বিষয় দলের সিনিয়র ক্রিকেটাররা এখন ইনজুরি থেকে সেরে উঠেছেন। এ ফিটনেস ক্যাম্পে তাদের বাকি সমস্যাও দূর হয়ে যাবে। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা সবাই এখন খেলার জন্য প্রস্তুত আছে। ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আমি বেশ আশাবাদী।’ 



৩১ সদস্যের প্রাথমিক দল- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুমিনুল হক, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ চৌধুরী রাহী, মোহাম্মদ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, নাজমুল ইসলাম অপু, সাদমান ইসলাম, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball