promotional_ad

সাইফউদ্দিনের প্রথম সেঞ্চুরির ম্যাচ ড্র

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) মধ্যাঞ্চলকে সামনে পেলেই অন্য এক রূপে দেখা যায় পূর্বাঞ্চলকে। আগের রাউন্ডেই মুখোমুখিতে ৬ উইকেটে ৭৩৫ রান সংগ্রহ করেছিল। শুক্রবার তারা ৮ উইকেট হারিয়ে ৭১১ রানের বড় সংগ্রহ গড়ে???ে।


এই ম্যাচেই ৮ নম্বরে নেমে দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ। আগেরদিন পূর্বাঞ্চলের আগের ব্যাটসম্যান লিটন কুমার দাস ডাবল সেঞ্চুরি করেছিলেন। অল্পের জন্য মিস করেছেন ক্যারিয়ারের প্রথম ত্রিপল সেঞ্চুরি।


প্রথম ইনিংস মধ্যাঞ্চলের করা ৫৪৬ রানের জবাবে ১৬৫ রানের লিড নেয় পূর্বাঞ্চল। তবে, শেষ পর্যন্ত বড় রানের এই ম্যাচটি ড্র হয়েছে। শেষ দিনে মধ্যাঞ্চলের ৫টি উইকেট তুলে নিয়ে কিছুটা উত্তেজনা ছড়ালেও শেষটা হয়েছে সাদামাটা।
 
আগের দিন পূর্বাঞ্চলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৫৯২ রান। শেষ দিনের শুরুতে মাত্র ১৭ রান যোগ করেই ব্যক্তিগত ৩৯ রানে আউট হন জাকের আলী। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান সাইফউদ্দিন এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন।


এই পেস বোলিং অলরাউন্দার তুলে নেন প্রথম শ্রেণি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১৭৪ বলে ১১টি চারের সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন এ অলরাউন্ডার। সাইফউদ্দিনের সেঞ্চুরির পরই ৮ উইকেট হারিয়ে ৭১১ রানে ইনিংস ঘোষণা করে পুর্বাঞ্চল।


সাইফউদ্দিনের সঙ্গী এনামুল হক জুনিয়র ২৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ১৬৫ রানের পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি মধ্যাঞ্চলের। তারা দলীয় ৩০ রানের মধ্যে হারায় উপরের সারির ৩ ব্যাটসম্যানকে।



promotional_ad

তৃতীয় উইকেট জুটিতে এই বিপর্যয় সামাল দেন মার্শাল আইয়ুব ও শুভাগত হোম। দায়িত্বশীল ব্যাটিং করে ১২৫ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। তবে ১১ রানের ব্যবধানে দুজনই সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ইরফান শুক্কুর ও সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে দারুণ ভাবে ড্র করে মধ্যাঞ্চল।


মাত্র ৭৫ বলে ৮৫ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মার্শাল আইয়ুব। ১৪টি চার ও ২টি ছক্কার মারে এই ইনিংস সাজিয়েছেন তিনি। অলরাউন্ডার শুভাগত হোম ৫৩ বলে ৬৪ রান করেছেন। পূর্বাঞ্চলের পক্ষে ৪৭ রানের খরচায় ৩টি উইকেট নেন পেসার আবু জায়েদ রাহী। এছাড়া ৬৩ রানের বিনিময়ে ২ টি উইকেট দখল করেন সোহাগ গাজী।


উল্লেখ্য, আগের দিনই উত্তরাঞ্চলকে হারিয়ে বিসিএলের শিরোপা জিতে নিয়েছে শক্তিশালী দক্ষিণাঞ্চল। এই ম্যাচটি বিসিএলের এবারের আসরে কোনো প্রভাব না ফেললেও।ড্রয়ের  পরও বোনাস পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসে লীগ শেষ করেছেন পূর্বাঞ্চল।


সংক্ষিপ্ত স্কোর :


মধ্যাঞ্চল : প্রথম ইনিংস ৫৪৬।



পূর্বাঞ্চল : প্রথম ইনিংস ৭১১/৮ (ডিক্লার) (১৭১ ওভার) (লিটন ২৭৪, মারুফ ১৩, মুমিনুল ৬, তাসামুল ৬৭, আফিফ ১৪২, কাপালি ১১, জাকের ৩৯, সাইফউদ্দিন ১০০*, গাজী ১৪, এনামুল ২৬*; শরীফ ০/৭৫, রনি ২/৯১, মোশারফ ১/৮৫, শুভাগত ৩/২০৬, ইলিয়াস ২/১৭৩, সাইফ হাসান ০/৩৫, মজিদ ০/২৯)।


মধ্যাঞ্চল : দ্বিতীয় ইনিংস ১৯৬/৫ (৩৮ ওভার) (মজিদ ০, ইলিয়াস ৪, মার্শাল ৮৫, মেহরাব ০, শুভাগত ৬৪, ইরফান ১৮*, সাইফ হাসান ১৫*; রাহী ৩/৪৭, গাজী ২/৬৩, এনামুল ০/৬৯, সাইফউদ্দিন ০/৬, মুমিনুল ০/৯)।


ফলাফল : ড্র।


ম্যান অব দ্য ম্যাচ : লিটন কুমার দাস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball