সাকিবের অলরাউন্ড নৈপূণ্যে জিতলো হায়দ্রাবাদ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৫তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৩ রানের ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে ব্যাটে বলে অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
দলের প্রয়োজনে ব্যাট হাতে ২৮ রানের ইনিংস খেলার পর বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে দখল করেছেন গুরুত্বপূর্ন ২টি উইকেট। এর আগে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রানের মাঝারি পুঁজি গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ।
১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু করেন পাঞ্জাবের দুই ওপেনার ক্রিস গেইল ও লোকেশ রাহুল। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান।
তারপর রশিদ খানের প্রথম ওভারের পঞ্চম বলে ২৬ বলে ৩২ রান করা লোকেশ রাহুল বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। ২২ বলে ২৩ রান করা ক্রিস গেইল আউট হয়েছেন বাসিল থাম্পির বলে কট এন্ড বোল্ড হয়ে।
সাকিব তার দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ১২ রান করা আগারওয়ালকে ডিপ মিড উইকেটে মনিষ পান্ডের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন সাকিব। ১৩ রান করা করুন নায়ার লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন রশিদ খানের বলে।

নিজের তৃতীয় ওভারে এসে অ্যারন ফিঞ্চকেও মনিষের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন সাকিব। ১ রান করা মনোজ তিওয়ারি মিড উইকেটে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়েছেন সন্দিপ শর্মার বলে। এরপর টাই ৪ রান করে আউট হয়েছেন সন্দিপ শর্মার বলে লেগ বিফোর হয়ে।
স্রান ২ রান করে রান আউট হয়েছেন। পাঞ্জাব অধিনায়ক অশ্বিনকে উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে আউট করেছেন রশিদ খান। শেষ ওভারে ৮ রান করা অনিকেত রাজপুত বাসিল থাম্পির বলে বোল্ড হলে পাঞ্জাবের ইনিংস থামে ১১৯ রানে।
এর আগে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। তারা দলীয় ১ রানেই অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট হারায়।
এরপর মনিষ পান্ডের ৫১ বলে ৫৪, সাকিব আল হাসানের ২৯ বলে ২৮ ও ইউসুফ পাঠানের অপরাজিত ১৯ বলে ২১ রানে স্কোর বোর্ডে ১৩২ রানের পুঁজি পায় হায়দ্রাবাদ। পাঞ্জাবের হয়ে অনিকেত রাজপুত একাই নেন ৫ টি উইকেট।
রাজপুত তার ৪ ওভারের কোটা শেষে মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট দখল করেছেন। বাকি ১ টি উইকেট দখল করেছেন মুজিব উর রহমান। আর তাতেই নির্ধারিত ২০ ওভারে হায়দ্রাবাদের ইনিংস থামে ৬ উইকেট হারিয়ে ১৩২ রানে।
সানরাইজার্স হায়দ্রাবাদ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, মোহাম্মদ নবী, রশিদ খান, বাসিল থম্পি, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা
কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, অ্যারন ফিঞ্চ, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই, বারি্নদ্রার স্রান, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান।