সাকিবের অন্যরকম অর্ধশতক

ছবি:

কদিন আগেই বিশ্ব ক্রিকেটের প্রথম বাঁহাতি বোলার হিসেবে সব ধরণের টি২০ ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
সঙ্গে ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-২০ তে কমপক্ষে ৪ হাজার রান ও ৩০০ উইকেট শিকারের কীর্তিটিও নিজের করে নিয়েছেন তিনি। এবার আরেকটি মাইলফলকে নাম লিখিয়েছেন সাকিব।

আজ কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মায়াঙ্ক আগারওয়ালকে ডিপ মিড উইকেটে মনিষ পান্ডের ক্যাচ বানিয়ে সাকিব আইপিএলে তার পঞ্চাশ উইকেট পূরণ করেছেন। এ্রর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে যেকোনো বাইরের টুর্নামেন্টে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন।
এদিকে, গত ছয় আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবারের আসরে হায়দ্রাবাদে নাম লিখিয়েছেন সাকিব। এই ম্যাচের আগে আইপিএলে ৪৯ ম্যাচ খেলে ১৭৪ ওভার ৩ বল করে ৭ দশমিক ১৯ ইকোনমি রেটে ২৫ দশমিক ৬১ গড়ে ৪৯ উইকেট দখল করেছেন।
সেরা বোলিং ফিগার ১৭ রান দিয়ে ৩ উইকেট। এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৭ টি ম্যাচে খেলেছেন সাকিব। প্রায় প্রতিটি ম্যাচেই দারুণ বোলিং করেছেন তিনি। উইকেট দখল করেছেন ৬ টি।