টস হেরে ব্যাটিংয়ে সাকিবরা

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৫তম ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাবের অধিনায়ক রব চন্দ্রন অশ্বিন।
এদিকে ৬ ম্যাচ খেলে ৫ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর ৬ ম্যাচে ৪ জয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে জয় পেলে হায়দ্রাবাদের সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠার।
সানরাইজার্স হায়দরাবাদ :

ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কৌল, দিপক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাফেট, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।
কিংস ইলেভেন পাঞ্জাব :
অক্ষর প্যাটেল, লোকেল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, আন্দ্রে তাই, অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টয়নিস, করুন নায়ার, মুজিব জাদরান, অঙ্কিত সিং, ডেভিড মিলাল, মোহিত শর্মা, বারিন্দের স্রান, যুবরাজ সিং, ক্রিসে গেইল, বেন ডরশুইস, আকাশদ্বিপ নাথ, মনোজ তিওয়ারি, মায়াঙ্ক আগারওয়াল, মনজুর দার, প্রদিপ সাহু, মায়াঙ্ক ডগর।