promotional_ad

রেকর্ড গড়ে সাউথ জোনকে শিরোপা জেতালেন রাজ্জাক

promotional_ad

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) সর্বশেষ রাউন্ডের ম্যাচে নর্থ জোনকে এক ইনিংস এবং ৬৩ রানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে সাউথ জোন।


আর দুর্দান্ত এই জয়ের পেছনে মূল ভূমিকা পালন করেছেন সাউথ জোনের স্পিন তারকা আব্দুর রাজ্জাক। কেননা তাঁর বোলিং ঘূর্ণিতে তৃতীয় দিন খেলতে নেমে মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে গেছে জহুরুল ইসলামের নর্থ জোন। ২১.২ ওভার বোলিং করে মাত্র ৪৮ রান খরচায় একাই ৬ উইকেট শিকার করেছেন রাজ্জাক।


এরই সাথে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট বা তার অধিক উইকেট শিকারের কীর্তি গড়লেন এই স্পিন তারকা। এর আগে ৫৩ রানে ৫ উইকেট শিকার করে নর্থ জোনকে প্রথম ইনিংসেও ধ্বসিয়ে দিয়েছিলেন রাজ্জাক।


শুধু তাই নয়, এরই সাথে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ৩৩ বারের মতো ৫ উইকেট তুলে নেয়ার রেকর্ড গড়েন তিনি। এর মাধ্যমে তিনি টপকে যান এনামুল হক জুনিয়রকেও। মঙ্গলবার ম্যাচের প্রথম দিন শুরুতে টসে জিতে নর্থ জোনকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছি??েন সাউথ জোনের অধিনায়ক নুরুল হাসান সোহান।


এরপর ব্যাটিংয়ে নেমে রাজ্জাকের তোপের মুখে পড়ে জহুরুল ইসলামের দলটি। ৩৫ বছর বয়সী রাজ্জাকের বোলিং ঘূর্ণিতে মাত্র ১৮৭ রানেই গুঁটিয়ে যায় নর্থ জোন। রাজ্জাক ছাড়াও ২ উইকেট পেয়েছেন আরেক স্পিনার সাকলাইন সজীব।


নর্থ জোনের পক্ষে নাজমুল হোসেন শান্ত এবং সোহরাওয়ার্দি শুভ ছাড়া আর কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। এরপর জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দারুণ একটি সেঞ্চুরি হাঁকান সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পরা ওপেনার ইমরুল কায়েস।



promotional_ad

তাঁর ১০৭ রানের অনবদ্য ইনিংসটি ছাড়াও দারুণ খেলেছেন আনামুল হক বিজয় এবং তুষার ইমরান। বিজয় (৮৯) এবং তুষার (৬৫) উভয়ই পেয়েছেন ফিফটির দেখা। এছাড়াও মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে এসেছে ৪৯ রান।


ফলে ব্যাটসম্যানদের সম্মিলিত প্রচেষ্টায় ৮ উইকেটে ৩৬৫ রান নিয়ে ইনিংস ঘোষণা করে নুরুল হাসান সোহানের সাউথ জোন। নর্থ জোনের পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন ফরহাদ রেজা। ২১ ওভারে ৫৭ ওভার খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি।


আর ১টি করে উইকেট পেয়েছেন শফিউল ইসলাম, আরিফুল হক এবং তাইজুল ইসলাম। ১৭৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে আবারো সেই রাজ্জাকের রুদ্রমূর্তি দেখতে হয়েছে নর্থ জোনকে। মাত্র ৪৮ রানে ৬ উইকেট তুলে নিয়ে রাজ্জাক অনেকটা একাই জহুরুলদের দলকে অলআউট করে দিয়েছেন ১১৫ রানে।


আর রাজ্জাকের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি আগের ইনিংসের দুই হাফসেঞ্চুরিয়ান শান্ত এবং শুভও। যদিও সর্বোচ্চ ৪১ রান এসেছে শুভর ব্যাট থেকেই। এছাড়াও ওপেনার মিজানুর রহমান দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন।


এদিকে রাজ্জাক ছাড়াও দারুণ বোলিং করেছিলেন আরেক স্পিনার সাকলাইন সজীব। প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নেয়া সাকলাইন এই ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট। আর ১টি উইকেট নিয়েছেন পার্ট টাইম বোলার ইমরুল কায়েস।


উল্লেখ্য আজকের এই জয়ের ফলে ৬ ম্যাচে এক জয় ও ৫টি ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছে সাউথ জোন। অপরদিকে ৬ ম্যাচে ২টি জয়, ২টি পরাজয় ও ৩টি ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হলো নর্থ জোন।



নর্থ জোন একাদশ-


মিজানুর রহমান, জুনায়েদ সিদ্দিকি, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ হোসেন, ধীমান ঘোষ (উইকেট রক্ষক), জহুরুল ইসলাম (অধিনায়ক), ফরহাদ রেজা, আরিফুল হক, সোহরাওয়ার্দি শুভ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।


সাউথ জোন একাদশ-


আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, তুষার ইমরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, আব্দুর রাজ্জাক, সাকলাইন সজীব, কামরুল ইসলাম রাব্বি।


ছবি- সংগৃহীত



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball