ধোনী ম্যাজিকে বড় রান তাড়া করে জিতলো চেন্নাই

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২৪ তম ম্যাচে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বড় রান তাড়া করে জিতেছে চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর করা ২০৫ রান তাড়া করে ২ বল হাতে রেখেই জয় পেয়েছে ধোনীরা। এই ম্যাচে ব্যাট হাতে আবারও ফিনিশার ধোনীর চমক দেখা গেছে।
২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ওপেনার শেন ওয়াটসনের উইকেট হারায় চেন্নাই। এই অজি অলরাউন্ডার মাত্র ৭ রান করে আউট হয়েছেন। তারপর অম্বাতি রাইডুর সাথে ৪২ রানের জুটি গড়েন সুরেশ রায়না।
রায়না ১১ রান করে সাজঘরে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন রাইডু। এরপর বিলিংস ও জাদেজাও উইকেটে স্থায়ী হতে পারেননি বেশিক্ষণ। স্যাম বিলিংস ৯ ও রবীন্দ্র জাদেজা ৩ রান করে সাজঘরে ফিরেছেন।

চেন্নাইয়ের জয়ের আশা বাঁচিয়ে রাখা রাইডু শেষ দিকে রান আউট হয়ে সাজঘরে ফিরেছেন ৫৩ বলে ৮২ রান করে। ৮ টি ছক্কা ও ৩ চারে এই রান করেছেন রাইডু। এই ওপেনারের বিদায়ে অধিনায়ক ধোনীর সঙ্গে তার ১০১ রানের জুটি ভাঙে।
এরপর ডুয়াইন ব্রাভোকে সঙ্গে নিয়ে চেন্নাইকে জয়ের বন্দরে পৌঁছে দেন মহেন্দ্র সিং ধোনী। মাত্র ৩৪ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর তার সঙ্গী ব্রাভো ৭ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। বেঙ্গালুরুর হয়ে যুজবেন্দ্রা চাহাল ২ টি উইকেট দখল করেছেন।
আর ১ টি করে উইকেট নিয়েছেন পওন নেগি ও উমেশ যাদভ। এর আগে ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে বেঙ্গালুরু। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৫ রান তোলে দলটি। দলীয় ৩৫ রানে অধিনায়ক ভিরাট কোহলির উইকেট হারায় বেঙ্গালুরু।
কোহলির ব্যাট থেকে আসে ১৮ রান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দলের হাল ধরেন দুই প্রোটিয়া তারকা কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স। তারা ১০৩ রানের জুটি গড়েন।আর তাতেই বড় স্কোরের ভিত গড়ে বেঙ্গালুরু। ডি কক ৩৭ বলে ৪ ছক্কা ও ১ চারে ৫৩ রান সংগ্রহ করেন।
ডি ভিলিয়ার্স ৩০ বলে ৮ ছক্কা ও ২ চারে ৬৮ রান করেন। এছাড়া ৩২ রান এসেছে মানদীপ সিংয়ের ব্যাট থেকে। তবে শেষ ৭ বলে চার উইকেট হারিয়েছে বেঙ্গালুরু। ফলে রানটাকে আরও বড় করতে পারেনি দলটি। চেন্নাইয়ের হয়ে শার্দুল ঠাকুর, ইমরান তাহির ও ডোয়াইন ব্রাভো দখল করেছেন ২ টি করে উইকেট বলে।