দিল্লির হয়ে বিনা বেতনে খেলবেন গম্ভির!

ছবি:

আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলসর অধিনায়কত্ব ছেড়েছেন গঊতম গম্ভির। এরই মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি। আইপিএলের এবারের আসরে বাকি ম্যাচগুলোতে দলটির নেতৃত্ব দেবেন ২৩ বছর ব্যসী শ্রেয়াস আইয়ারকে।
মূলত দলের বাজে পারফরমেন্সের কারণেই অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন তিনি। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেছে দিল্লী। পয়েন্ট টেবিলে সবার নিচের অবস্থানে দিল্লী। সাংবাদিক সম্মেলনে ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলেছেন,
"আমরা পয়েন্ট টেবিলের যেখানে অবস্থান করছি এর জন্য পুরো দায়িত্ব আমি নিচ্ছি। আমি মনে করি আমি দলের জন্য যথেষ্ট করতে পারি নি। একজন নেতা হিসেবে আমার দায়িত্ব নেয়া উচিৎ ছিলো।"

এদিকে ভারতীয় গনমাধ্যম 'নিউজ১৮' জানিয়েছে এবারের আসরের বাকি ম্যাচগুলো দিল্লি ডেয়ারডেভিলসের খেললেও এজন্য কোনো বেতন নেবেন না গৌতম। এই খবরের নিশ্চয়তা দিয়েছে নির্ভরযোগ্য এক সূত্র।
সূত্র জানিয়েছে, "গৌতম সিদ্ধান্ত নিয়েছে সে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে এই মৌসুমের জন্য কোনো বেতন নিবে না। আইপিএলের এবারের আসরের বাকিটা সে বিনে পয়সায় খেলবে দিল্লি ডেয়ার ডেভিলসের হয়ে।"
এই সিদ্ধন্তটি একান্তই গৌতম গম্ভিরের ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানিয়েছে সূত্র। তাছাড়া পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতার হয়ে আইপিএলের দুই বারের এই শিরোপা জয়ী অধিনায়ক।
সূত্র মতে, "গৌতম এমন একজন যে গর্বটাকে সবার উপরে রাখে। সে গর্বিত একজন পারফর্মার। সে কোনো টাকা নিতে চায় না এবং এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের পরেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল।"