promotional_ad

এইচপি দলের ক্যাম্প এবার ঢাকার বাইরে!

promotional_ad

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের তৈরি রাখার জন্য বেশ কয়েক বছর ধরেই হাইপারফরমেন্স দলের বিশেষ ক্যাম্প করছে বিসিবি। তারই ধারাবাহিকতায় এবার এইচপি কার্যক্রম নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে তারা। বুধবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে এই পরিকল্পনার কথা জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।


সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠেই এইচপির সব কার্যক্রম সীমাবদ্ধ। এবার এখান থেকে বেড়িয়ে আসার পরিকল্পনা বিসিবির। এইচপি দলের ক্যাম্পের আয়োজন করা হতে পারে ঢাকার বাইরে। যেন ক্রিকেটারদের মনোযোগ পুরোপুরি ক্রিকেট বা ক্যাম্পের দিকেই থাকে। তাছাড়া, নির্দিষ্ট সময়ই নয় সারা বছর এইচপির কার্যক্রম ধরে রাখার কথা জানিয়েছেন নাঈমুর রহমান দুর্জয়।


এই প্রসঙ্গে দূর্জয় বলেছেন,  'গতবার তিনমাস ছিল। এবার আরেকটু লম্বা করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবতা অন্য রকম। সবারই খেলা থাকে। কারো বয়স ভিত্তিক খেলা থাকে। কারো এ দলে খেলা থাকে। ঘরোয়া ক্রিকেটও আছে। এবার বিপিএল আগে হচ্ছে। প্রেসার হবে। ওভারসিস ট্যুরও করতে হয়। এবার যেমন শ্রীলঙ্কা আসবে। এ দল। সেগুলো হোস্ট করতে হবে। এর ফাঁকে ফাঁকেই করতে হবে।’



promotional_ad

‍ঢাকার বাইরে ক্যাম্প আয়োজন নিয়ে দূর্জয়ের ভাষ্য, ‘একাডেমিটা একেবারে সেন্ট্রালি ঢাকায়। আজকে একটা প্রস্তাব দিয়েছি যে ঢাকার বাইরে কতটা ক্যাম্প পরিচালনা করা যায়। খেলোয়াড়রা আসলে ঢাকায় থাকলে মনোযোগটা আসলে সেভাবে হয় না। আমি ব্যক্তিগতভাবে ফিল করি। ক্রিকেট প্লেয়িং নেশনন্স গুলোকে গিয়ে যেভাবে দেখেছি এবং একাডেমিতে গিয়েও যেভাবে দেখেছি। এরা সবাই কিন্তু বাইরে ক্যাম্প করে। সারা সপ্তাহ ক্যাম্প করল। উইকেন্ডে পরিবারের সাথে কাটিয়ে আবার চলে গেল। ফোকাসটা ক্রিকেটে বেশি থাকে।'


ঢাকার বাইরে এইচপির ক্যাম্প হলে তা হতে পারে সিলেট কিংবা বিকেএসপিতে, মাথায় আছে চট্টগ্রামের কথাও, ‘ঢাকার বাইরে বলতে আমাদের তো কোথায় সমস্যা নেই। সিলেট ইজ রেডি, বিকেএসপি হতে পারে।ঢাকা থেকে আইসোলেটেড থাকবে। পেস বোলাররা শুরুতেই কক্সবাজার চলে যাচ্ছে। চট্টগ্রাম একটা অপশন আছে। যেখানে আমাদের অনুশীলন সুবিধাও আছে, মাঠ আছে আমরা একটু দূরে থেকে ফোকাসটা সেভাবে করতে পারি।’


এর বাইরে বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন এবং সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা এইচপিতে থাকা ক্রিকেটারদের মাঝে ছড়িয়ে দিতে চান দুর্জয়। এই সাবেক ক্রিকেটার মনে করেন তাতে করে এই ক্রিকেটারদের অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, 'ক্রিকেট নলেজ গ্রো করার জন্য কিছু ওয়ার্কশপ, ডিসকাশন, এমন কিছু আয়োজন করবো যেন আ??াদের ফরমারদের নিয়ে বা বিদেশিদের নিয়ে সঙ্গে…আসলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাদের ভিউজ এক্সচেঞ্জ করতে পারে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball