আফগানিস্তান সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন সাব্বির

promotional_ad

আফগানিস্তানের আমন্ত্রণে জুনে একটি ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে দুই বোর্ডের কথা চালাচালিতে বদলে গেছে সংস্করণ। আফগানিস্তানের সাথে সিরিজটি হবে টি২০র।


আসন্ন এই সিরিজ দিয়েই দীর্ঘ ২ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। টাইগার ক্রিকেটার সাব্বির রহমানও এই সিরিজের জন্য নিজেকে তৈরি করছেন। ঘরোয়া ক্রিকেটে অন্য ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটালেও নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না সাব্বির।


তবে, এই ফাঁকা সময়ে বসে নেই সাব্বির গত তিন চার মাস নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছেন। সামনের সিরিজের আগেই পুরোপুরি তৈরি হয়ে যাবেন বলে বিশ্বাস এই ডানহাতি হার্ডহিটার ব্যাটসম্যানের। এই প্রসঙ্গে সাব্বির বলেছেন,


promotional_ad

"টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে হয় আক্রমণাত্মক মেজাজে। খেলতে হয় ইতিবাচক মানসিকতায়। সামনে যে সিরিজটা আসছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়ে অনেক দিন পর আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। ওদের ভালো কিছু বোলার আছে। নিজের দুর্বলতা নিয়ে গত দুই-তিন মাস কাজ করছি। সামনে সিরিজের আগে পুরোপুরি তৈরি হয়ে যাব।"


নিদাহাস ট্রফির আগে টানা অফ ফর্মে ছিলেন সাব্বির। তবে নিদাহাস ট্রফির ফাইনালে একটা দারুণ ইনিংস দেখা গেছে সাব্বিরের ব্যাট থেকে। দল হারলেও সাব্বির মাত্র ৫০ বলে ৭৭ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেছেন। সাব্বির দুর্দিনে টিম ম্যানেজমেন্ট ও ভক্তদের ভরসা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন,


সাব্বির বলেছেন, "কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট আমাকে পুরো সিরিজে অনেক সহায়তা করেছে। খারাপ করলে বলেছে, এই ম্যাচে হয়নি, পরের ম্যাচে হবে। বারবার বলেছে, তুই পারবি ফিরতে। এভাবে আমাকে সাহস জুগিয়েছে সবাই। সামনাসামনি বলতে পারিনি, এখানে তাদের ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমার ভক্ত-সমর্থকদেরও। দুঃসময়ে তাদের অনেকেই আমার পাশে ছিল।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball