প্রতিশোধ নেয়া হলোনা মুস্তাফিজদের

ছবি:

ওয়াংখেড়েতে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ২৩তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩১ রানের ব্যবধানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের করা ১১৮ রানের জবাবে ১৮.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে গেছে মুম্বাইয়ের ইনিংস।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই দলপতি রোহিত শর্মা। ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের বোলারদের তোপের মুখে ১৮.৪ ওভারে হায়দ্রাবাদ অলআউট হয় ১১৮ রানে। ছোটো লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার এভিন লুইসের উইকেট হারায় মুম্বাই।
লুইস মাত্র ৫ রান করে সন্দিপ শর্মার বলে পয়েন্টে ধরা পড়েছেন মনিষ পান্ডের হাতে। ইশান কিশান কোনো রান না করেই মোহাম্মদ নবীর বলে লং অনে দীপক হুদার হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এক প্রান্ত আগলে রাখা সূর্য কুমার যাদভ ৩৪ রান করে ফিরেছেন আর দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ক্রুনল পান্ডিয়া।
এরপর আর কেউ দাঁড়াতে না পারলে মাত্র ৮৭ রানে অল আউট হয়ে যায় মুম্বাই। হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ ৩ টি উইকেট নিয়েছেন সিদ্ধার্থ কউল। তাছাড়া বাসিল থাম্পি ও রশিদ খান দখল করেছেন দুইটি করে উইকেট। সাকিব, নবী ও সন্দিপ শর্মা ১ টি করে উইকেট পেয়েছেন।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। অধিনায়ক উইলিয়ামসনের ২৯ ও ইউসুফ পাঠানের ২৯ রান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেনি। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও মাত্র ২ রান করে রান আউট হয়ে ফিরেছেন।
ফলে মাত্র ১১৮ রানে অল আউট হয় হায়দ্রাবাদ। মুম্বাইয়ের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন ম্যাকক্লেনাগান, হার্দিক পান্ডিয়া ও মারকান্দে। ১ টি করে উইকেট দখল করেছেন মুস্তাফিজুর রহমান ও জসপ্রিত বুমরাহ। আইপিএলের এবারের আসরে দুই দলের প্রথম সাক্ষাতেও দাপুটে জয় তুলে নিয়েছিল হায়দ্রাবাদ। ঘরের মাঠে প্রতিশোধ নেয়া হলোনা মুম্বাই ইন্ডিয়ান্সের।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ-
সুরিয়াকুমার যাদব, এভিন লুইস, ইশান কিশান (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, মিচেল ম্যাক্লেনেগান, মায়াঙ্ক মারকান্দে, জাসপ্রিত বুমরাহ, মুস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ -
শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিষ পান্ডে, সাকিব আল হাসান, বেসল থাম্পি, শচীন বেবি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রশিদ খান, মোহাম্মদ নবী, সন্দ্বীপ শর্মা, সিদ্ধার্থ কউল।