আজ থেকে শুরু হচ্ছে সাকিবের আইপিএল মিশন

ছবি:

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে আজ সোমবার মাঠে নামছে সাকিব আল হাসান-কেন উইলিয়ামসনদের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং আজিঙ্কা রাহানের রাজস্থান রয়্যালস। বাংলাদেশ সময় সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
প্রথম ম্যাচ হওয়ায় দুদলেরই লক্ষ্য থাকবে জয় দিয়েই আইপিএল মিশন শুরু করার। তাই নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে হায়দ্রাবাদ এবং রাজস্থান।
আইপিএলের প্রথম আসরে শিরোপা ঘরে তোলার পর আর শিরোপা জয়ের স্বাদ পায়নি রাজস্থান। তবে প্রথম বার দলকে শিরোপা এনে দেয়া অধিনায়ক শেন ওয়ার্ন এবার দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন।

তাই রাজস্থান আশাবাদী ১১তম আসরে এসে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলার। অন্যদিকে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়নরা নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে পাচ্ছেনা।
যেকারনে তাদের এই আসরে নেতৃত্ব দিবেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। এছাড়াও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান কলকাতা ছেড়ে হায়দ্রাবাদে যোগ দিয়েছেন।
সাকিব একাদশে থাকায় দল সাজাতে বাড়তি সুবিধা পাবে হায়দ্রাবাদ। পাশাপাশি তরুন এবং অভিজ্ঞদের নিয়ে হায়দ্রাবাদ যে দল সাজিয়েছে তাতে এবারের আসরে শিরোপা জয়ের জন্য অন্যতম দাবিদার তারা।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডঃ অ্যালেক্স হেলস, ভুবনেশ্বর কুমার, মনিশ পান্ডে, রশিদ খান, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, সিদ্ধার্থ কউল, দিপাক হুদা, সৈয়দ খলিল আহমেদ, সন্দীপ শর্মা, কেন উইলিয়ামসন, কার্লোস ব্রাথওয়েট, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, শ্রীভাতস গোস্বামী, মোহাম্মদ নবী, ক্রিস জর্ডান, বাসিল থাম্পি, বিলি স্টেনলেক, থাঙ্গারাসু নটরজন, শচীন বেবি, বিপুল শর্মা, সৈয়দ মেহেদি হাসান, রিকি ভুই, তন্ময় আগারওয়াল।
রাজস্থান রয়্যালস স্কোয়াডঃ বেন স্টোকস, জয়দেব উনাদকাট, সঞ্জু স্যামসন, জাফরা আর্চার, কে গৌতম, জস বাটলার, আজিঙ্কা রাহানে, ডি' আর্চি শর্ট, রাহুল ত্রিপাঠি, ধাওয়াল কুলকার্নি, জহির খান, বেন লাফলিন, স্টুয়ার্ট বিনি, দুশমন্ত চামিরা, অনুরেত সিং, বিক্রম বিরলা, মিধুন এস, শ্রেয়াশ গোপাল, প্রশান্ত চোপড়া, যতিন সাক্সেনা, অঙ্কিত শর্মা, মাহিপাল লমরোর, হেনরিক ক্লাসেন।