মুরালির সান্নিধ্যে উচ্ছ্বসিত সাকিব

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত সাত আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ঠিকানা বদলে নাম লিখিয়েছেন দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদে।
নতুন দলের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন সাকিব। এই বাঁহাতি অলরাউন্ডার হায়দ্রাবাদে বোলিং কোচ হিসেবে পেয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনকে। বোলিং গুরু হিসেবে এই লঙ্কান কিংবদন্তিকে পেয়ে উচ্ছ্বসিত সাকিব।
রোববার নিজের ফেসবুক পেজে মুরালিধরনের সাথে একটি ছবি আপলোড দিয়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। সেখানে মুরালিকে কিংবদন্তি বলে উল্লেখ করেছেন সাকিব। শ্রদ্ধা জানিয়েছেন এই সাবেক স্পিনারকে।

কদিন আগে এক সাক্ষাৎকারে সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছিলেন মুরালি। সেখানে হায়দ্রাবাদে সাকিবের অন্তর্ভূক্তিকে বাড়তি সুযোগ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।সাকিব খেলায় একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ রয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এই প্রসঙ্গে লঙ্কান কিংবদন্তি মুরালি বলেছিলেন, ‘এবার স্পষ্ট করেই বলা যায়, আমরা দুজন স্পিনার খেলাতে পারব। কেননা সাকিব আল হাসান এমনিতে অলরাউন্ডার।’
এদিকে, সোমবার চলতি আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। সানরাইজার্সের ঘরের মাঠ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে আটটায়।