promotional_ad

নতুন প্রযুক্তির আলোয় সাজবে বিপিএল

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে যুক্ত হয়েছে ডিআরএস প্রযুক্তি। তাছাড়া, শুরু থেকেই স্পাইডার ক্যাম প্রযুক্তি দিয়ে মাত করেছে আইপিএল কর্তারা। তাছাড়া, এলইডি স্টাম্প আলাদা ভাবে নজর কেড়েছে।


বিশ্বের অনেক ফ্র‍্যাঞ্চাইজি লিগেই এসব প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে অনেক বছর ধরেই। প্রযুক্তির দিক দিয়ে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেরিতে হলেও টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তাদের। 


তারা ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই আসরকে। আগামী আসরেই জিঙ্ক স্ট্যাম্প ও স্পাইডার ক্যামের ব্যবহার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস।



promotional_ad

এই প্রসঙ্গে তিনি বলেছেন, "স্পাইডার ক্যাম এমন কিছু না। হয়তো খরচ হবে। সেটার জন্য আমরা প্রস্তুত আছি। আশা করছি আগামীতে আপনারা তা দেখবেন। জিঙ্ক উইকেট যেগুলোতে এলইডি থাকে সেগুলাও আমরা আগামী বিপিএলে আনার চেষ্টা করছি।"


বাংলাদেশ দলের ম্যাচ টিভিতে সম্প্রচার হলেও দেশের ঘরোয়া ক্রিকেট সম্প্রচারের বাইরে এখনও। বিপিএলের মতো ডিপিএল ও জাতীয় লিগের খেলা টিভিতে সম্প্রচারের জন্য পদক্ষেপ নিচ্ছে বিসিবি। সম্প্রচার স্বত্বের নিলামে ঘরোয়া লিগ সম্প্রচার বাধ্যতামূলক করার চিন্তা করছে বিসিবি।


জালাল ইউনুসের ভাষ্যমতে, "ডমেস্টিক খেলা যেন আমরা সম্প্রচার করতে পারি এটার একটা সুযোগ থাকে। এটাকে আবশ্যিক করা যেতে পারে। যখন ব্রডকাস্ট রাইটসটা দেয়া হয় তখন দুটোই একসাথে দেয়া উচিত। পরবর্তীতে আমরা যখন নিলাম করবো তখন এগুলোকে আবশ্যিক করে দিবো।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball