দিল্লির বিপক্ষে পাঞ্জাবের দাপুটে জয়

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরের দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। দিল্লির দেয়া ১৬৭ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে দারুণ শুরু পায় পাঞ্জাব। এই ওপেনার মাত্র ১৪ বলে অর্ধশতক করে আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের মালিক হয়েছেন।
যদিও ৫১ রান করে তিনি সাজঘরে ফিরেছেন। ট্রেন্ট বোল্টের বলে মোহাম্মদ শামির হাতে ক্যাচ দিয়ে। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল মাত্র ৭ রান করে ক্রিস মরিসের শিকার হয়েছেন।

যুবরাজ সিং ১২ রান করে ফিরেছেন রাহুল তেওয়াতিয়ার বলে বিজয় শঙ্করের হাতে ক্যাচ দিয়ে। করুন নায়ার ৩৩ বলে অর্ধশতক তুলে আউট হয়েছেন ডেনিয়েল ক্রিস্টিয়ানের বলে।
তারপর বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন ডেভিড মিলার ও স্টইনিস। মিলার ২৪ রান ও স্টইনিস ২২ রান করে দলকে জয়ের বন্দরে পোঁছে দিয়ে মাঠ ছেড়েছেন।
এর আগে অধিনায়ক গৌতম গম্ভিরের ৫৫, রিশাভ পন্টের ২৮ ও ক্রিস মরিসের অপরাজিত ২৭ রানে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রানের পুঁজি পায় দিল্লি।
পাঞ্জাবের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন মোহিত শর্মা ও মুজিব উর রহমান। ১ টি করে উইকেট দখল করেছেন অধিনায়ক রবি চন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল।