প্রশ্নবিদ্ধ অ্যাকশন নিয়েই মাঠে নামবেন নারাইন?

ছবি:

খানিকক্ষণ পরই চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
তবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার পর দুশ্চিন্তায় পড়তে হতে পারে কলকাতাকে। কারণ মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়ে আবারও অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন সুনিল নারিন।
যেকারনে সংশয়ে পড়ে যায় তার আইপিএলে খেলা নিয়ে। কিন্তু তারপরও শোনা যাচ্ছে তাকে একাদশে রেখেই মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স শিবির।
তবে সেক্ষেত্রে ম্যাচে বোলিং করার সময় অ্যাকশনে সমস্যা ধরা পড়লে তাকে নিশিদ্ধ করতে পারবেন ম্যাচ রেফারি।

যদিও তার বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য নারাইন কিংবা কলকাতার কর্তৃপক্ষ কেউই এসআরএমসির কাছ থেকে কোন অ্যাপয়েন্টমেন্ট নেয়নি। এই ব্যাপারে জানা যায়,
'অ্যাকশনে সমস্যা আছে এমন কোন বোলারকে আইপিএলে অংশ নিতে হবে এসআরএমসির কাছ থেকে বৈধতার সার্টিফিকেট নিয়ে আসতে হবে।'
রোববার ইডেন গার্ডেনে নিজেদের প্রথম ম্যাচে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।