বিশ্বকাপের আগে কাউন্টি খেলবেন সাকিব!

ছবি:

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আইপিএলে এবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন। আইপিএল ক্যারিয়ারের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন তিনি। তবে এবার এই অলরাউন্ডারকে রিটেইন করেনি কলকাতা।
নিলাম থেকে সাকিবকে দলে ভিড়িয়েছে দুই বারের আইপিএলের শিরোপা জয়ী হায়দ্রাবাদ। নতুন দলে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই অলরাউন্ডার। সাকিব জানিয়েছেন নতুন সতীর্থ্যদের সাথে বন্ধনটা তৈরি হতে একটু সময় লাগবে।
এই প্রসঙ্গে সাকিব বলেছেন, "মাত্র একদিন হলো আসলাম। চার-পাঁচদিন গেলে বুঝতে পারব। তবে হায়দরাবাদে তো এটাই প্রথমবার আসা নয়, সেদিক থেকে এটা পরিচিত জায়গাই বলতে গেলে। নতুন বেশ কিছু সতীর্থ আছে, তাদের সঙ্গে বন্ধনটা তৈরি হতে কয়েকদিন সময় লাগবে। তারপর ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।"

সারা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্বামেন্ট খেলে বেড়ান সাকিব। তবে সবগুলো থেকে আইপিএলকেই আলাদা করে রাখছেন এই অলরাউন্ডার। বড় টুর্নামেন্ট হওয়ায় মানষের সম্পৃক্ততা বেশি বলে ধারণা সাকিবের।
সাকিব জনিয়েছেন, "সবচেয়ে পুরোনো টুর্নামেন্ট বলতে গেলে তো এটাই। এই কারণেই এটার আলাদা একটা মর্ম আছে। আর এখানে সবদিক থেকেই বলতে গেলে বেশি বেশি আছে। প্লেয়াররা বেশি ম্যাচ খেলতে পারে, এক্সপোজার বেশি, বেশি মানুষ সম্পৃক্ত থাকে এখানে। টাকা-পয়সার ব্যাপারটাও এখানে বেশি। সব মিলিয়ে এটা এমনিতেই সবচেয়ে বড় টুর্নামেন্ট।"
ফ্র্যাঞ্চাইজি লীগের বাইরে একসময় সাকিব ইংল্যান্ডের মর্যাদার আসর কাউন্টি ক্রিকেটও মাতিয়েছেন। কাউন্টি খেলার ইচ্ছে থাকলেও সময় হচ্ছে না এই অলরাউন্ডারের। তবে ২০১৯ সালের বিশ্বকাপের আবারও কাউন্টি খেলার ইচ্ছা পোষণ করেছেন সাকিব।
সাকিব বলেছেন, "খেলতে তো ইচ্ছা করে অবশ্যই। কিন্তু সময়ের অভাবে আসলে হয়ে ওঠে না। তবে ইচ্ছা তো আছেই, বিশ্বকাপের (২০১৯) আগে যদি কিছু ম্যাচ খেলতে পারি, সেটাও খুবই ভাল হবে।"
সূত্রঃ প্যাভিলিয়ন