promotional_ad

কাঠগড়ায় বুমরাহ-মুস্তাফিজরা

promotional_ad

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বাজে বোলিংয়ের জন্য হারতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। ১৬৬ রানের লক্ষ্য দিয়ে ১ উইকেটে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


ভারতের ডেথ ওভারের সেরা বোলার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। এই পেসার চেন্নাইয়ের বিপক্ষে ১৯তম ওভারে বল হাতে ১৮ রান দিয়েছেন। এর আগে ১৮ তম ওভারে ২০ রান দিয়েছেন ম্যাকক্লেনাঘান।


শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার ছিল চেন্নাইয়ের। শেষ ওভারে বোলিংয়ে আসেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারে ১০ রান খরচ করেন তিনি। ফলে ম্যাচ হারতে হয় মুম্বাইকে।



promotional_ad

ম্যাচ শেষে ডেথ ওভারে বাজে বোলিংয়ের আক্ষেপ করেছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। এই জায়গায় উন্নতির সুযোগ আছে বলেই ধারণা তার। তাছাড়া ব্যাট হাতে দলের সংগ্রহ ১০-১৫ রান কম হয়েছে বলেও মনে করেন তিনি। 


পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেছেন, "ডেথ ওভারের বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে। আমরা ১৭ তম ওভার পর্যন্ত ম্যাচে ছিলাম। শেষের তিনটি ওভার আমরা আমাদের মতো খেলতে পারিনি। এই কারণে আমি শিশিরকে দোষ দিবোনা। আমরা জানতাম যে ১৬৫ রান বোর্ডে নিয়ে আমাদের ভালো বোলিং করতে হবে। কিন্তু আমরা সত্যিই ১০-১৫ রান কম করেছি।"


ব্যাটে-বলে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে উজ্জ্বল ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডুয়াইন ব্রাভো। বল হাতে ৪ ওভারে মাত্র ২৫ রান দেয়ার পর ব্যাট হাতে ৩০ বলে ৬৮ রানের ইনিংস খেলে চেন্নাইয়ের জয়ে অবদান রেখেছেন তিনি।



ম্যাচ শেষে প্রতিপক্ষ দলের অধিনায়কের প্রশংসায় ভেসেছেন ব্রাভো। এদিকে, এই হারা ম্যাচ থেকে ইতিবাচক জিনিসগুলো নিয়ে সামনের ম্যাচগুলোতে নজর দিতে চান মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।


এই প্রসঙ্গে রোহিতের ভাষ্য, "ব্রাভো শেষের দিকে বেশ ভালো বোলিং করেছে। তার কাছ থেকে আমরা অনেক বাউন্স পেয়েছি। আমরা এখান থেকে ইতিবাচক জিনিসগুলো নিবো এবং শেখার চেষ্টা করবো। এটা শুধু প্রথম ম্যাচ, এখানেই পৃথিবীর শেষ হয়ে যাচ্ছে না। আমাদের এখান থেকে শেখা উচিত।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball