promotional_ad

মুস্তাফিজকে পড়তে পেরেছিলাম আমিঃ যাদব

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে নাটকীয় ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ উইকেটের ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়া কেদার যাদভ ২২ বলে ২৪ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।


শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ছিল ৭ রান। বোলার ছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বল হাতে প্রথম ৩টি বলই ডট দিয়েছিলেন মুস্তাফিজ। তবে চতুর্থ বলে ৬ ও পঞ্চম বলে ৪ রান দিয়ে ম্যাচ হারিয়ে দেন এই পেসার।


এই ১০ রানই এসেছে কেদার যাদভের ব্যাট থেকে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কেদার জানিয়েছেন, তিনি জানতেন যে দৌঁড়াতে পারবেন না, তবে যেভাবেই হোক তার রান করার দরকার ছিল। তাই চিন্তা ছিল বড় শট খেলার। এই চিন্তাতেই সফল হয়েছেন তিনি।



promotional_ad

কেদারের ভাষ্যমতে, "আমি জানতাম আমি দৌঁড়াতে পারবো না এবং আমার রান তুলতে হবে। আমি তাকে বলেছিলাম (ইমরান তাহির) আমার চেষ্টা করতে হবে এবং রান করতে হবে আমাকে। ঠিক করেছিলাম এই ছয়টি বল খেলবো এবং উইকেটে থাকবো। কিন্তু তিন বল পরেই আমি দেখলাম (তাহির) কিছুটা অস্বস্তি অনুভব করছিল।"


মুস্তাফিজের বোলিংয়ের ভাষা তিনি পড়তে পেরেছিলেন। কেদার জানতেন যে বোলার অনেক চাপ নিয়ে বোলিংয়ে আসবে। তিনি অপেক্ষা করছিলেন খারাপ বলের জন্য। চতুর্থ ও পঞ্চম বলে সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন কেদার।


এই প্রসঙ্গে কেদার বলেছেন, "আমি জানতাম যে বোলার অনেক চাপ নিয়ে আসবে। আমি অপেক্ষা করছিলাম আমার সুযোগের জন্য। জানতাম যে খারাপ বল আসবে। আমি দেখতে চাইছিলাম আমার শরীর কিভাবে প্রতিক্রিয়া করে। গভীর ভাবে আমি খেলাটি কেড়ে নিয়েছি। এবং সে (মুস্তাফিজ) আরও চাপে পড়েছিল।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball