চেন্নাইয়ের বিপক্ষে মুস্তাফিজদের বড় পুঁজি

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। তারা দলীয় ৭ রানেই ওপেনার এভিন লুইসকে হারায়। এই ক্যারিবিয়ান কোনো রান না করেই লেগ বিফোরের ফাঁদে পরেছেন চাহারের বলে।
তারপর দলীয় ২০ রানে অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারালে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুম্বাই। তৃতীয় উইকেট জুটিতে ৭৮ রানের জুটি গড়ে সেই বিপর্যয় সামাল দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ইশান কিশান ও সূর্য কুমার যাদভ।

যাদভ ৪৩ রান করে অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের শিকার হয়েছেন। ইশান কিশান ৪০ রান করে ইমরান তাহিরের বলে আউট হয়েছেন। এরপর বাকি সময়টা দেখে শুনে কাটিয়ে দিয়েছেন দুই ভাই হার্ডিক পান্ডিয়া ও ক্রুনাল পান্ডিয়া।
হার্ডিক ২২ রানে অপরাজিত ছিলেন আর ক্রুনাল ৪১ রানে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশঃ রোহিত শর্মা, এভিন লুইস, ইশান কিশান, হার্ডিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাকক্লেনাঘান, সূর্য কুমার যাদব, জারস্প্রিত বুমরাহ, মায়াঙ্ক মারকান্দে।
চেন্নাই সুপার কিংস একাদশঃ শেন ওয়াটসন, আমবাথি রাইয়ুডু, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, কেদার জাদভ, রবিন্দ্র জাদেজা, হরভজন সিং, দিপাক চাহর, মার্ক উড, ইমরান তাহির।