promotional_ad

আইপিএলের দ্বিতীয় ম্যাচে দিল্লির মুখোমুখি পাঞ্জাব

promotional_ad

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের দ্বিতীয় ম্যাচে রবিবার দিল্লি ডেয়ার ডেভিলসের বিপক্ষে মাঠে নামছে কিংস ইলেভেন পাঞ্জাব। ম্যাচটি অনুষ্ঠিত হবে মোহালির পাঞ্জাব ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে।


ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪ টায়। এই দুদলই এবার নতুন অধিনায়কের অধীনে খেলছে। পাঞ্জাবের নেতৃত্ব দিচ্ছেন ভারতীয় তারকা স্পিনার রবি চন্দ্রন অশ্বিন। আর দিল্লির নেতৃত্ব ভার রয়েছে ভারতীয় ওপেনার গৌতম গম্ভিরের কাঁধ।


ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ ও লোকেশ রাহুলদের নিয়ে দারুণ ব্যাটিং শক্তি নির্ভর দল গড়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। আর দিল্লির ব্যাটিং আক্রমণে অধিনায়ক গৌতম গম্ভিরের সাথে আছেন, গ্লেন ম্যাক্সওয়েল ও কোলিন মুনরোরা।



promotional_ad

আইপিএলে এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ২০ টি ম্যাচে। এর মধ্যে জয়ের পাল্লা ভারি পাঞ্জাবেরই। ২০ ম্যাচে তাদের জয় ১১ টিতে। আর দিল্লি জয় পেয়েছে মাত্র ৯ টি ম্যাচে।


কিংস ইলেভেন পাঞ্জাব একাদশ (সম্ভাব্য): ক্রিস গেইল, লোকেশ রাহুল, করুণ নায়ার, যুবরাজ সিং, ডেভিড মিলার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), এন্ড্রু টাই,  মোহিত শর্মা, বারিন্দ্রার শ্রান।


দিল্লি ডেয়ারডেভিলস একাদশ সম্ভাব্য: গৌতম গম্ভির (অধিনায়ক),  কোলিন মুনরো,  জেসন রায়, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), শ্রেয়াশ আয়ার, ক্রিস মরিস, বিজয় শঙ্কর, অমিত মিশ্র, মোহাম্মদ শামি, ট্রেন্ট বোল্ট, শাহবাজ নাদিম।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball