'ব্যাটসম্যান' মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন সৌম্য

ছবি:

লিস্ট 'এ' ক্রিকেটে বুধবার ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন টাইগার ওপেনার সৌম্য সরকার। ব্রাদার্সের বোলারদের বেধড়ক পিটিয়ে এদিন ১৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
১৫৪ রানের ইনিংসটি খেলার পথে সৌম্য হাঁকিয়েছেন মোট ১১টি ছক্কা। সঙ্গে ছিল ৯টি বাউন্ডারি। এমনকি ব্রাদার্স ইউনিয়ন অধিনায়ক অলক কাপালির ওভারে হ্যাট্রিক ছক্কা হাঁকিয়েছেন তিনি।
এদিকে ক্যারিয়ারের সেরা এই ইনিংসটি খেলার পথে সৌম্য গড়েছেন কয়েকটি রেকর্ড। লিস্ট ‘এ’ তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল টাইগার কাপ্তান মাশরাফি বিন মর্তোজার।

১১ টি ছয় মেরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন তিনি। বুধবার ব্রাদার্সের বিপক্ষে ১১ টি ছয় ম??রে মাশরাফির গড়া রেকর্ডে ভাগ বসান সৌম্য সরকার।
২০১৬ সালে কলাবাগানের জার্সিতে ১১ ছক্কার রেকর্ডটি গড়েছিলেন মাশরাফি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫১ বলে খেলেন ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন তিনি।