ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন সৌম্য

ছবি:

সাভারে রেলিগেশন লীগের শেষ ম্যাচে মাঠে নেমেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার সৌম্য সরকার এবং শাহরিয়ার নাফিস। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করে ২৪ রান করে নাফিস বিদায় নিলেও উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন সৌম্য।
বাকি ব্যাটসম্যানরা ভালো শুরুর পর উইকেট বিলিয়ে দিলেও সৌম্য নেন ফিফটি। অর্ধশতক হাঁকানোর পরও থেমে যাননি তিনি। তুলে নেন সেঞ্চুরি। শতক হাঁকানোর ইনিংসটাকে আরও লম্বা করতে থাকেন তিনি।

খেলাঘরের বোলারদের বেধড়ক পিটিয়ে সৌম্য তুলে নেন দেড়শ। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার প্রথম দেড়শ। এরপর অবশ্য ১৫৪ রানে সাজঘরে ফিরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
১২৭ বলে ৯টি চার এবং ১১টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান তিনি। বর্তমানে অগ্রণী ব্যাংকের স্কোর ৪৬ অভারে ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান।
ব্রাদার্স ইউনিয়ন স্কোয়াডঃ ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব স্কোয়াডঃ আল আমিন হোসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবীর, সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ।