সেঞ্চুরির পথে সৌম্য

ছবি:

সাভারে রেলিগেশন লীগের শেষ ম্যাচে মাঠে নেমেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে সৌম্য-নাফিসদের অগ্রণী ব্যাংকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন অগ্রণী ব্যাংকের দুই ওপেনার সৌম্য সরকার এবং শাহরিয়ার নাফিস। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করে ২৪ রান করে নাফিস বিদায় নিলেও উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন সৌম্য।

বাকি ব্যাটসম্যানরা ভালো শুরুর পর উইকেট বিলিয়ে দিলেও সৌম্য ইতিমধ্যে তুলে নিয়েছেন ফিফটি। ৭৪ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন এই বাহাতি ব্যাটসম্যান। বর্তমানে অগ্রণী ব্যাংকের স্কোর ৩১ অভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান।
ব্রাদার্স ইউনিয়ন স্কোয়াডঃ ইয়াসির আলী চৌধুরী, খালেদ আহমেদ, সোহরাওয়ার্দী শুভ, ইফতেখার সাজ্জাদ, মেহেদী হাসান রানা, শাকিল হোসেন, মেহরাব হোসেন জোশি, রনি হোসেন, নাজমুস সাদাত, অলক কাপালী, জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব স্কোয়াডঃ আল আমিন হোসেন, ধীমান ঘোষ, সালমান হোসেন, শাহবাজ চৌহান, সাইমন আহমেদ, ইসলামুল আহসান, গোলাম কবীর, সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, আজমীর আহমেদ।