নিষেধ উপেক্ষা করেছিলেন স্মিথ ও বেনক্রফট

ছবি:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিং করার ঘন্টা খানেকের মধ্যেই সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এবং ক্যামেরন বেনক্রফট।
কিন্তু জানা গিয়েছে, স্মিথ এবং বেনক্রফটকে সেদিন সংবাদ সম্মেলনে যেতে নিষেধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু তারা দুজন ক্রিকেট অস্ট্রেলিয়ার কথা না শুনেই সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।
ফেয়ারফ্যাক্স মিডিয়ার দেয়া তথ্যমতে, একদিন সময় নিয়ে তাদের দুজনকে সংবাদ সম্মেলনে যেতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথকে নাকি বলা হয়েছিল ঘটনার পর সংবাদ সম্মেলনে সব কিছু না বলতে।

কারণ তখনও বল টেম্পারিং করা ক্যামেরন বেনক্রফটকে তার শাস্তির বেপারে কিছুই জানাননি ম্যাচ রেফারি। এই ব্যাপারে অস্ট্রেলিয়ার সাবেক পেসার স্টুয়ার্ট ক্লার্কও একমত পোষণ করেছেন।
তিনিও মনে করেন স্মিথ ম্যাচের দিন সংবাদ সম্মেলনে গিয়ে ভুল করেছে। তার আরও সময় নিয়ে সাংবাদিকদের সামনে গিয়ে কথা বলা উচিত ছিল। তিনি বলেছেন,
'তারা হয়তো প্রথমে বুঝেনি যে ঘটনাটি এতো দূর যাবে। নাহলে তারা ভেবে চিন্তেই সেখানে গিয়ে কথা বলতো। আমি মনে করি তাদের সময় নিয়ে সংবাদ সম্মেলনে যাওয়া উচিত ছিল।'