পাকিস্তানের মাটিতে ধবলধোলাই হলো উইন্ডিজ

ছবি:

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৪৩ রানের হার। এরপরের ম্যাচে আবারো ৮২ রানের হার। আর তৃতীয় ম্যাচেও আট উইকেটে হেরে শেষ পর্যন্ত সিরিজটি ৩-০ ব্যবধানে ধবলধোলাই হল উইন্ডিজ।
শুরুতে টসে জিতেছিল উইন্ডিজ। ব্যাটিংয়ে করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে তারা। উইন্ডিজের হয়ে এদিনে রান পেয়েছেন ফ্লেচার, স্যামুয়েলস এবং রামদিন।
ফ্লেচারের করেন ৪৩ বলে ৫২ রান, স্যামুয়েলসের ব্যাট থেকে আসে ২৫ বলে ৩১ রান। শেষদিকে ১৮ বলে ৪২* রানের টর্নেডো ইনিংস খেলে যান রামদিন। আর এই তিনজনের ইনিংসে ভর করেই চ্যালেঞ্জিং টার্গেট পায় উইন্ডিজ।

পাকিস্তানের হয়ে নওয়াজ, শিনওয়ারি, আশরাফ একটি করে উইকেট পান। শাহবাদ শিকার করেছেন দুটি উইকেট। এরপরে ১৫৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি কষ্ট করতে হয়নি স্বাগতিকদের।
১৬.৫ ওভার খেলেই ১৫৩ টপকে যায় পাকিস্তান। ওপেনার ফখর জামান (৪০ রান) এবং বাবর আজমের (৫১ রান) দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় আসে তাদের। এরপরে ৩১* রান করেন হুসেইন তালাত।
সংক্ষিপ্ত স্কোর:-
ওয়েস্ট ইন্ডিজঃ ১৫৩/৬ (২০ ওভার)
(ফ্লেচারের ৫২, স্যামুয়েলস ৩১, রামদিন ৪২*, শাহবাদ- ২ উইকেট )
পাকিস্তানঃ ১৫৪/২ (১৬.৫)
(ফখর ৪০, বাবর ৫১, হুসেইন ৩১*)
ফলাফলঃ পাকিস্তান আট উইকেটে জয়ী।