ইংলিশ কাউন্টিতে অজি মিডেল অর্ডার ব্যাটসম্যান

ছবি:

আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিল্টন কার্টরাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ইংলিশ কাউন্টি দল মিডেলসেক্স।
২৬ বছর বয়সী এই ক্রিকেটার যিনি অজিদের জার্সিতে দুটি টেস্ট খেলেছেন তাকে আসন্ন কাউন্টি চ্যাম্পিয়নশিপের ৫ ম্যাচের জন্য পাবে দলটি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ডানহাতি এই ব্যাটসম্যানের গড় ৪৩.৬০।
আপাতত তাকে ৫ ম্যাচের জন্য পেলেও ক্রিকেট অস্ট্রেলিয়া অনুমুতি দিলে এই চুক্তির মেয়াদ আরও বাড়তে পারে বলেও জানা গিয়েছে।

তাকে দলে নেয়ার ব্যাপারে মিডেলসেক্সের ম্যানেজিং ডিরেক্টর আঙ্গুজ ফ্রেসার জানিয়েছেন, 'এই মৌসুমে আমরা কোন বিদেশী ক্রিকেটার ছাড়াই খেলতে চেয়েছিলাম।
কিন্তু শেষ মুহূর্তে আমাদের সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। ডেভিড মালান ইনজুরিতে থাকায় তাকে দুই ম্যাচের বিশ্রাম দেয়া হয়েছে।
এই কারণে আমাদের ব্যাটিং লাইন-আপ মজবুত করে তুলতেই তাকে দলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।'