নতুন দলে যোগ দিচ্ছেন মরকেল

ছবি:

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল। ক্যারিয়ারের শেষ টেস্ট অবশ্য জয়ী দলের সদস্য হিসেবেই মাঠ ছেড়েছেন তিনি।
তার বিদায়ী সিরিজে অজিদের ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ হাসি হেসেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও অবসরের পর ক্রিকেট নিয়েই থাকবেন এই পেসার।

কোলপাক চুক্তিতে আসন্ন মৌসুমে ইংলিশ কাউন্টি দল সারে'র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার থেকে তার কোলপাক চুক্তিতে ইংলিশ কাউন্টিতে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।
কোলপাক চুক্তিতে সারের হয়ে খেলার পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ দিয়ে নিজেকে ফিট রাখবেন মরকেল। এদিকে বিদায়ী টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেই ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি।