আরেকবার সুযোগ দেয়া হোক স্মিথদেরঃ ওয়াহ

ছবি:

বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়া দলের তিন ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন বেনক্রফটের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মার্ক ওয়াহ।
সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান মনে করেন, টেম্পারিংয়ের জন্য তাদের শাস্তিটা বেশী হয়ে গিয়েছে। তাদেরকে দ্রুত মাঠে দেখার ব্যাপারে আশাবাদী ওয়াহ।
এছাড়াও তার বিশ্বাস সাজা শেষ করে তিনজনই তাদের সেরা ফর্মেই দলে ফিরবেন। তিনি বলেন, ‘সেরা ফর্মে থেকে তাঁদের দুর্দান্ত প্রত্যাবর্তনের অপেক্ষায় আমরা সবাই।

সব বিষয় বিবেচনা করে আমাদের উচিত তাদের সুযোগ দেওয়া। আমাদের ক্ষমাটা এই তিনজনের প্রাপ্য।’
ওয়াহ আরো মনে করেন, ব্যক্তিগত ভাবে তারা তিনজনই খুব ভালো মানুষ। তিনি বলেন, ‘আমি অবশ্যই তাঁদের ফের দলে নিতে চাই।
ব্যক্তিগত পরিচয় থেকে যতদূর জানি, তিনজনই খুব ভালো মানুষ। সবাই ভুল করে। তাঁদের ভুলটা একটু বেশিই হয়ে গেছে।’