শাস্তি পেলেন শাদাব

ছবি:

উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে স্বাগতিক পাকিস্তান। সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ানদের ৯২ রানে হারায় সরফরাজ আহমেদের দল।
তবে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয় নিশ্চিত করলেও জরিমানা গুনতে হয়েছে লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানকে। অক্রিকেটীয় আচরণের জন্য ম্যাচ ফি'র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

ক্যারিবিয়ানদের ইনিংসের নবম ওভারে ওপেনার চ্যাডউইক ওয়ালটনকে বোল্ড আউট করার পোর আবেগ ধরে রাখতে পারেননি তরুণ শাদাব। আঙুল তুলে তাকে সাজঘরের দিকে ইশারা করার পাশাপাশি মুখ দিয়ে অকথ্য বাক্যও উচ্চারণ করেন।
তার এই অখেলোয়াড়সুলভ আচরণ চোখে পড়ে মাঠে থাকা দুই আম্পায়ার শোজাব রাজা ও আহমেদ শাহাবের। পরবর্তীতে তারা শাদাবের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
চরণবিধির ২.১.৭ ধারায় পরিষ্কার বলা হয়েছে, আউট করে কোনো খেলোয়াড়ের উদ্দেশ্যেই আক্রমণাত্মক কোনো অঙ্গভঙ্গি বা কথা বলা যাবে না। যদি কোন ক্রিকেটার এমন কিছু করে থাকেন তাহলে তার ম্যাচ ফি'র ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা করার নিয়ম রয়েছে।