promotional_ad

মাশরাফির ভবিষ্যৎ ভাবনা

promotional_ad

গত বছর শ্রীলঙ্কার মাটিতে টি টোয়েন্টি ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসর নেয়ার ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা। এরপর থেকে কানাঘুষা চলে আসছে দ্রুত ওয়ানডে ফরম্যাট থেকেও অবসর নিয়ে ফেলবেন মাশরাফি।


যদিও নড়াইল এক্সপ্রেস নিজে এই সম্পর্কে সরাসরি কখনোই কিছু বলেননি। শুধু ইঙ্গিত দিয়েছেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তিনি। এদিকে ক্রিকেট ছাড়ার পর মাশরাফি কি করবেন সেটি নিয়েও ভক্তদের মাঝে আগ্রহের শেষ নেই। 


সম্প্রতি সেই প্রশ্নের জবাব অবশ্য মাশরাফি নিজেই দিয়েছেন বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে। তিনি জানিয়েছেন ক্রিকেট ছাড়ার পর মানুষের জন্য কাজ করে যেতে চান তিনি। মানুষকে সহযোগিতা করার ইচ্ছার কথা উল্লেখ করে তিনি বলেন, 



promotional_ad

'ক্রিকেট যেহেতু খেলেছি ক্রিকেটকে দেওয়ার অনেক কিছু আছে, প্রায় ১৭-১৮ বছর ক্রিকেট খেলে অনেক কিছু পেয়েছি। ক্রিকেটের সাথে থাকতে পারা আনন্দের ব্যাপার, তবে ভবিষ্যতের কথা বলা কঠিন। তবে অবশ্যই আমি চাই মানুষকে সহযোগিতা করতে।'


এরপর অবশ্য অবসর ভাবনা নিয়ে সেই চিরাচরিত প্রশ্নটিই আবার করা হলো মাশরাফিকে। আর এর জবাবে কাপ্তান জানালেন ভবিষ্যত নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। তাঁর ভাষ্যমতে,  'আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। বর্তমানে বিশ্বাস করি। হ্যাঁ, একটা সময় তো আসবেই তখনকারটা তখন ভাববো।'


ইনজুরির সাথে অনেক আগে থেকেই লড়াই করে আসছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু এরপরেও দমে যাননি তিনি। বরং নতুন উদ্যমে বারংবার ফিরে এসেছেন ক্রিকেট খেলতে।



টাইগার অধিনায়কের মতে এটি সম্ভব হয়েছে মূলত ক্রিকেট খেলাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানিয়ে নিতে পেরে। মাশরাফি বলছিলেন, 


'ক্রিকেটটা আমার সাথে মানিয়ে গেছে। দশটা কাজ করা যায় না, মনের মতো কাজ একটাই থাকে। ক্রিকেটটাই আমার জন্য, এজন্যেই পেরেছি। এজন্যেই অপারেশন-ইনজুরি এসব কষ্ট কাটিয়ে উঠতে পেরেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball