অনবদ্য বাবরে সিরিজ জয়ের উৎসব পাকিস্তানের

ছবি:

প্রায় নয় বছর পরে ক্রিকেট ফিরেছে পাকিস্তানের করাচিতে। আর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ১৪৩ রানের রেকর্ড জয় পাওয়ার পরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতেও ৮২ রানের ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান।
এরফলে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই (এক ম্যাচ বাকী রেখে) ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। সোমবারের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেটে ২০৫ রান করে পাকিস্তান।
এদিনেও ৫৮ বলে ৯৭* রান করেন বাবর আজম। ইনিংসে ছিল একটি ছক্কা ও ১৩টি চারের মার। এছাড়া আগের ম্যাচের নায়ক হুসাইন তালাতও এদিন করেছেন ৪১ বল খেলে ৬৩ রান (চার ৮টি, আর ছক্কা একটি)।

উইন্ডিজের বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কেসরিক উইলিয়ামস, রায়াদ এমরিত ও ওডেন স্মিথ। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রানরেটের চাপে পরে উইন্ডিজ।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চ্যাডউইক ওয়ালটন। পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির ২২ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। দুইটি করে উইকেট নিয়েছেন শাদাব খান ও তালাত।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান: ২০৫/৩ (২০ ওভার) (বাবর ৯৭*, তালাত ৬৩; এমরিত ১/৪৭, উইলিয়ামস ১/৪৩, স্মিথ ১/৪০)।
ওয়েস্ট ইন্ডিজ: ১২৩ (১৯.২ ওভার) (ওয়ালটন ৪০, রামদিন ২১, পল ১৭; আমির ৩/২২, শাদা ২/২৩, তালাত ২/১২)।
ফলাফল: পাকিস্তান ৮২ রানে জয়ী।