ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

ছবি:

বাংলাদেশ দল টেস্ট স্ট্যাটাস পেয়েছিলো ২০০০ সালে। সেবার দেশের মাটিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেললেও ভারতের মাটিতে বাংলাদেশ খেলতে গিয়েছে টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৭ বছর পর!
গেলো বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে (হায়দ্রাবাদ টেস্ট) প্রথমবারের মতো খেলতে যায় লাল সবুজের দল। সেই টেস্ট অবশ্য হারতে হয়েছে তখনকার মুশফিক বাহিনীকে।
তবে একমাত্র টেস্ট খেলে আসলেও ম্যাচটিতে টাইগাররা ছিল প্রাণবন্ত। এবার আবার সুযোগ মিলেছে ভারতের মাটিতে খেলার। চলতি বছরেই অবশ্য আফগানিস্তানের বিপক্ষে ভারতের মাটিতেই খেলবে বাংলাদেশ।

তবে সামনের বছর (২০১৯) ভারতের মাটিতে 'স্বাগতিক' ভারতের বিপক্ষেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে (ক্রিকইনফোর সুত্রমতে) বাংলাদেশ। একইসাথে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজেও অংশ নেবে তারা।
২০১৯ সালের ১৯ই নভেম্বর শুরু হওয়ার কথা এই সিরিজের। চলবে ২৩-২৪ দিনের মতো। তবে এরপরে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের বিপক্ষে ভারতের মাটিতে খেলার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের।
সুত্রঃ- ক্রিকইনফো