নতুন দলে খেলতে পেরে রোমাঞ্চিত মুস্তাফিজ

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার নতুন দলে নাম লিখিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলের তিন বারের শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবার মাঠ মাতাবেন তিনি।
নতুন দল নিয়ে মুস্তাফিজ যেমন উচ্ছ্বসিত তেমনি তার দল মুম্বাইও এই তারকাকে পেয়ে দারুণ আনন্দিত। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্স তাদের ফেসবুক পেজে একটি ভিডিওর মাধ্যমে মুস্তাফিজের বাংলাদেশ থেকে মুম্বাই যাত্রার পুরোটা তুলে ধরেছে।

এই ভিডিওতে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে তাকে। নতুন দলে যোগ দিয়ে নিজের অনুভূতির কথাও জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। মুম্বাইয়ের হয়ে বল হাতে পারফরমেন্স করার জন্য উদগ্রীব হয়ে আছেন এই পেসার।
টাইগার পেসার মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, 'প্রথমবারের মত নতুন দলে খেলতে যাচ্ছি। অনেক ভালো লাগছে এই জন্য। আশা করি সামনে আরও ভালো লাগবে।'
মুম্বাই পৌঁছে দলের সঙ্গে গতকাল অনুশীলনও করেছেন তিনি। বল হাতে অনুশীলনের পর ব্যাট হাতেও নিজেকে ঝালিয়ে নিতে দেখা গেছে তাকে। এখন দেখার বিষয় ব্যাটে বলে কতোটা চমক দেখাতে পারেন মুস্তাফিজ।