টান টান উত্তেজনার ম্যাচে শেখ জামালের জয়

ছবি:

সুপার সিক্সে লো স্কোরিং থ্রিলারের জন্ম দিল শেখ জামাল ও প্রাইম দোলেশ্বর। বিকেএসপিতে ১৮৩ রান করেও ১০ রানে জিতেছে ধানমন্ডির জায়ান্টরা। শেখ জামালের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১০৬ রানেই ৯ উইকেট হারিয়ে বসে প্রাইম দোলেশ্বর।
সেখান থেকে দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান আরাফাত সানি ও সালাউদ্দিন সাকিলের মাটি কামড়ানো ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে তোলে নারায়নগঞ্জের দলটি। এই জুটি শেষ উইকেটে অর্ধশত রান যোগ করে ইনিংসের ৪৯তম ওভারে বিচ্ছিন্ন হন।
সানি ৩৫ রানে অপরাজিত থাকলেও রবিউলের বলে সাকিল আউট হয়েছেন ৩১ রান করে। প্রাইম দোলেশ্বরের বাকী ব্যাটসম্যানদের মধ্যে ফজল মাহমুদ ও মার্শাল আইয়ুব মাঝারি মানের স্কোর গড়েন।

শেখ জামালের হয়ে দিনের সেরা বোলার ছিলেন তানবির হায়দায়। চার উইকেট শিকার করেছেন তিনি। বাঁহাতি স্পিনে দুইটি উইকেট নিয়েছেন নাজমুল হাসান অপু। এর আগে শেখ জামালকে বাঁচাতে ব্যাট হাতেও লড়াই করেছেন তানবির।
তার অপরাজিত ৪৩ রানের ইনিংসে ভর করেই আগে ব্যাট করে ১৮৩ রান তুলেছে দলটি। শেখা জামালের উপরের সারির ব্যাটসম্যানদের বেশিরভাগই উইকেটের জমে আউট হয়েছেন।
প্রাইম দোলেশ্বরের হয়ে বল হাতে ভালো করেছেন জাকারিয়া, কাপ্তান ফরহাদ রেজা ও শরিফুল্লাহ। তিন উইকেট শিকার করেছেন জাকারিয়া। দুইটি করে উইকেট নিয়েছেন জাকারিয়া ও শরিফুল্লাহ। অলরাউন্ড পারফর্মেন্সে ম্যাচ সেরা হয়েছেন তানবির হায়দার।