নতুন অধিনায়কের নাম জানালো হায়দ্রাবাদ

ছবি:

অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল সানরাইজার্স হায়দ্রাবাদ। ডেভিড ওয়ার্নারের পরিবর্তে আসন্ন আইপিএল মৌসুমে অরেঞ্জ আর্মিদের নেতৃত্ব দিবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
বল টেম্পারিংয়ের দায়ে ১ বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি সানরাইজার্সের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান ওয়ার্নার। এরপরই প্রশ্ন উঠে কে হবে হায়দ্রাবাদের অধিনায়ক?
অনেকেই বলছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও এই দৌড়ে এগিয়ে আছেন। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উইলিয়ামসনের হাতে দায়িত্ব তুলে দেয় হায়দ্রাবাদ কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটের মাধ্যমে উইলিয়ামসন বিষয়টি নিশ্চিত করেন। টুইটের মাধ্যমে ডানহাতি এই ব্যাটসম্যান জানান, 'আসন্ন আইপিএল মৌসুমে আমি হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছি।
আমি খুব উচ্ছ্বসিত তারা আমাকে এই দায়িত্ব দিয়েছে। আমি মুখিয়ে আছি তাদের সঙ্গে কাজ করার জন্য। জিনিষটা চ্যালেঞ্জিং হলেও আমি প্রস্তুত।'