promotional_ad

স্পন্সর হারাতে শুরু করেছে অস্ট্রেলিয়া

promotional_ad

এই ভয়টাই পাচ্ছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। বল টেম্পারিং নিয়ে এই বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে সম্পর্ক ছিন্ন করার ঘোষনা দিয়েছে তাদের টাইটেল স্পন্সর ম্যাগেলান।  গতকাল সংস্থাটির প্রধাণ নির্বাহী হামিশ ডগলাস এক বিবৃতিতে জানিয়েছেন, তারা আর ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে থাকছেন না।


সংকট এখানেই শেষ হচ্ছে না। ব্যক্তিগতভাবে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের বিভিন্ন স্পন্সর কোম্পানিও ঘোষনা দিতে শুরু করেছে যে, তারা আর চুক্তি চালু রাখবে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ম্যাগেলানের তিন বছর মেয়াদী কয়েক মিলিয়ন ডলারের চুক্তি ছিলো। সেই চুক্তি তারা সততা ও বিশ্বাস ভঙ্গের অপরাধে এখানেই শেষ করে দিচ্ছে।


ম্যাগেলানের বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাগেলান ফিনান্সিয়াল গ্রুপ আজ ঘোষনা করছে যে, তারা ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়া পুরুষ দলের ঘরোয়া সিরিজের জন্য টাইটেল স্পন্সর হওয়ার যে তিন বছরের চুক্তি করেছিলো, তা এখানেই শেষ করে দিচ্ছে।



promotional_ad

২০১৭ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে ম্যাগেলান এই চুক্তি করে। এই চুক্তি করা হয়েছিলো মূল্যবোধ, খ্যাতি, সততা, নেতৃত্ব, ডেডিকেশন পরষ্পরের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য। তারা এরপর বলেছে, দক্ষিণ আফ্রিকায় যে বল টেম্পারিং কান্ড হয়েছে, সেটা একটা প্রতারণা।


যা তাদের প্রতিষ্ঠানের মূল্যবোধের সাথে যায় না, 'দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া পুরুষ দলের নেতৃত্বশীল অংশ খেলায় অন্যায় সুবিধা নিতে যে ষড়যন্ত্র করেছে, তা সততাকে ক্ষুন্ন করেছে। আমরা অ্যাশেজের স্পন্সর হতে পেরে গর্বিত হয়েছিলাম। কিন্তু এখন এই পরিস্থিতিতে আমাদের সরে যেতে হওয়াটা আমাদের কষ্ট দিচ্ছে।'


এদিকে ওয়ার্নার সম্ভবত এলজি কোম্পানির সাথে তার যে চুক্তি আছে, সেটা হারাতে যাচ্ছেন। স্মিথের সাথে উইট-বিক্সের যে চুক্তি আছে, সেটাও সম্ভবত কোম্পানিটি শেষ করে দিতে যাচ্ছে।



ওয়ার্নার ও ব্যানক্রফটের সাথে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসিক্সের চুক্তি ইতিমধ্যে বাতিল হয়েছে। তারা বলেছে, গত সপ্তাহের কেপ টাউন টেস্টে ঘটে যাওয়া কান্ডে তারা লজ্জিত। তারা এই দু জনের সাথে আর চুক্তি বলবত রাখতে চায় না।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball