ভারতে সিরিজ জিতল বাংলাদেশ

ছবি:

ভারতের মাটিতে আফগান যুবাদের বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের যুবারা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে আফগানদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ অনুর্ধ্ব-১৭ ক্রিকেট দল।
এদিনে ভারতের নয়দায় সিরিজের শেষ ম্যাচে ১২৩ বল হাতে রেখে জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ যুব দল।
ম্যাচের শুরুতে আফগানদের প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪.৪ ওভার ব্যাট করেও মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন ওপেনার ইজাজ। বাংলাদেশের পক্ষে ২৩ রান দিয়ে ৩টি উইকেট নেন মেহেদী হাসান অনি। ২টি করে উইকেট নেন মৃত্যুঞ্জয়ী চৌধুরী আর তাহসিন।
১১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। টাইগারদের পক্ষে অর্ধশতক হাঁকান ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল।
৭৯ বলে ৭ বাউন্ডারিতে প্রান্তিক শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ রানে। এছাড়া অধিনায়ক পারভেজ হোসেন ইমন করেন ৩২ রান।
এর আগে সিরিজের প্রথম ম্যাচে আফগান যুবাদের বিপক্ষে ১৭ রানে হেরেছিল টাইগার যুবারা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে তাদের ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় মিনি টাইগাররা