ফেঁসে যাচ্ছেন ওয়ার্নার

ছবি:

বর্তমান ক্রিকেট বিশ্বে সবচেয়ে বড় হট টপিকের নাম অস্ট্রেলিয়া দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষকে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালীন সময় বল টেম্পারিং করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফট।
এই ঘটনার জের ধরে বর্তমানে সমালচনার ঝড় বইছে অস্ট্রেলিয়া দলের উপর দিয়ে। ইতিমধ্যে চলমান সিরিজে অধিনায়ক স্মিথ এক টেস্টের জন্য নিষিদ্ধ হয়েছেন। দায়িত্ব ছেড়েন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
জরিমানা গুনতে হয়েছে ক্যামেরন ব্যানক্রফটকে। এছাড়াও গুঞ্জন উঠেছে দলের কোচ ড্যারেন লেহম্যানও দায়িত্ব ছেড়ে দিতে পারেন। তাই সব মিলিয়ে ঘোর বিপদে আছে অস্ট্রেলিয়া।

এদিকে দলের এমন পরিস্থিতিতে আরেক কান্ড ঘটিয়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। শোনা গিয়েছে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর টিম হোটেলের বারে ওয়ার্নার তার বন্ধুর সাথে পার্টি করেছেন।
যা দেখার পর দলের বাকি ক্রিকেটাররা তার উপর রেগেও যান। পরবর্তীতে তারা ওয়ার্নারকে সেখান থেকে বেরও করে দিতে চেয়েছিলেন। কিন্তু ঘটনার শেষ এখানেই হয়নি।
পরবর্তীতে বাঁহাতি এই ওপেনার রেগে গিয়ে দলের ওয়াটস অ্যাপ গ্রুপ থেকে লিভ দেন। যেটাতে তার সতীর্থরা তার উপর আরও রেগে যান। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যম থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
ক্রিকেট ডট কম ডট এ ইউ আরও জানিয়েছে হয়তো এমন কান্ডের জন্য ফেসে যেতে পারেন বিধ্বংসী এই ওপেনার। যদিও এই ব্যাপারে এখনও কোন খোলামেলা কথাবার্তা হয়নি।