পাকিস্তান দলে 'নতুন' আফ্রিদি

ছবি:

আগামী মাসের শুরুতেই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে উইন্ডিজরা। এপ্রিলের ১ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিক পাকিস্তান।
আর এই ১৫ সদস্যের দলে প্রথম বারের ডাক পেয়েছেন সম্প্রতি পাকিস্তান সুপার লীগে দুর্দান্ত পারফর্ম করা ১৭ বছর বয়সী তরুণ পেসার শাহীন আফ্রিদি। আফ্রিদির পাশাপাশি প্রথম বারের মত আরও ডাক পেয়েছেন আসিফ আলী এবং হুসাইন তালাত।
এছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন আরেক পেসার উসমান খান শিনওয়ারি। তাছারাও কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের পেসার রাহাত আলিকেও স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা।

অন্যদিকে ইনজুরি থেকে এখনও সেরে উঠতে না পারায় বাদ পড়তে হয়েছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও পেসার রুম্মান রাইসকে। তবে নিজের জায়গা ধরে রেখেছেন টপঅর্ডার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ।
আসন্ন এই সিরিজের সবকটি ম্যাচই হবে করাচিতে। টি-২০ গুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,২ ও ৩ এপ্রিল। এই ভেন্যুতেই পিএসএলের কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়েছে পিএসএলের তৃতীয় আসরের ফাইনাল।
পাকিস্তান টি-২০ স্কোয়াড: আহমেদ শেহজাদ, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), হুসেইন তালাত, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান, শাহীন আফ্রিদি।