লিটনের সেঞ্চুরিতে মুশফিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো দোলেশ্বর

ছবি:

এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। আজ টুর্নামেন্টের সুপার সিক্স পর্বে সকাল ৯ টায় লিজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে মাঠে নেমেছেন তিনি।
আর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলতে নেমে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ ভালোভাবেই দিয়েছেন লিটন। দোলেশ্বরের জার্সি গায়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর তাঁর ১০৭ রানের ইনিংসটির সুবাদে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড়া করিয়েছে দোলেশ্বর।
লিটনের পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান এসেছে ফজলে মাহমুদের ব্যাট থেকে। এছাড়াও ৪২ রান করেছেন ইকবাল আব্দুল্লাহ। অপরদিকে ওপেনার ইমতিয়াজ হোসেন এবং অধিনায়ক ফরহাদ রেজা উভয়ই করেন ২৯ রান করে।

রূপগঞ্জের পক্ষে নাইম ইসলাম ২টি উইকেট শিকার করেছেন। অপরদিকে মোহাম্মদ শহীদ এবং আসিফ হাসান ১টি করে উইকেট নিয়েছেন।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, আরাফাত সানি, শরিফুল্লাহ, মার্শাল আইয়ুব, শাহানুর রহমান, মামুন হোসেন, ইকবাল আব্দুল্লাহ।
লিজেন্ডস অফ রুপগঞ্জ-
মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোশাররফ হোসেন, নাইম ইসলাম (অধিনায়ক), আসিফ হাসান, আব্দুল মজিদ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন মিলন, সৈয়দ রাসেল, পারভেজ রসুল।