promotional_ad

পুরো ক্রিকেট ক্যারিয়ারই শেষ হতে পারে স্মিথ-ওয়ার্নারের!

promotional_ad

বল টেম্পারিং ইস্যুতে এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব হারিয়েছেন স্টিভেন স্মিথ। পাশাপাশি একটি টেস্ট ম্যাচ নিষিদ্ধ সহ ম্যাচ ফির শতভাগ কাটা গেছে তাঁর। রেহাই পাননি ডেভিড ওয়ার্নারও। সহ অধিনায়কত্ব হারাতে হয়েছে তাঁকেও।


কিন্তু এখানে শেষ নয়। এবার শোনা যাচ্ছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কারণে আরো বড় শাস্তির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে স্মিথ-ওয়ার্নার। আর সেই শাস্তিটি যে আজীবনের জন্য নিষেধাজ্ঞা তা বলাই বাহুল্য।


জানা গেছে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করায় ক্রিকেটের ৪২ নম্বার ধারা অনুযায়ী স্মিথদের সর্বোচ্চ শাস্তি দিতে পারে  ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যদিও এর আগে বোর্ড কর্মকর্তারা কথা বলবেন স্মিথ, ওয়ার্নার, ব্যানক্রফট এবং দলের কোচ ড্যারেন লেহম্যানের সঙ্গে। 



promotional_ad

এরপরেই নেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটদের ফাঁড়া যে এখনও কাটেনি সেটি হলফ করেই বোঝা যাচ্ছে। তবে জল কতদূর গড়ায় সেটি অবশ্য সময়ই বলে দিবে।


 


উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল স্টিভ স্মিথের নির্দেশেই বল টেম্পারিংয়ে লিপ্ত হয়েছিলেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। শিরীষ কাগজ জাতীয় কিছু দিয়ে ঘষে বলের অবস্থা পরিবর্তন করতে চেয়েছিলেন তিনি।



ক্যামেরায় সেই কান্ড স্পষ্ট ধরা পড়ার পর সংবাদ সম্মেলনে এসে অনেকটা নির্লিপ্ত ভাবেই সেই ঘটনা স্বীকার করেন স্মিথ এবং ব্যানক্রফট। আর এরপরেই সোচ্চার হয়ে ওঠে দেশটির ক্রিকেট বোর্ড। হস্তক্ষেপ করেন অস্ট্রেলিয়া সরকারও। মূলত তাঁর নির্দেশেই অধিনায়কত্ব ও সহ অধিনায়কত্ব হারান স্মিথ-ওয়ার্নার।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball