promotional_ad

এক স্থানীয় ক্যামেরা ম্যানেই অস্ট্রেলিয়ান ক্রিকেট লণ্ডভণ্ড

promotional_ad

কেপটাউন টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর বল টেম্পারিংয়ের চেস্টা করতে গিয়ে টিভি ক্যামেরায় ধরা পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। পরে বলের আকৃতি পরিবর্তনের চেস্টার অভিযোগ স্বীকার করেছেন ব্যানক্রফট ও অধিনায়ক স্টিভ স্মিথ।


শাস্তি স্বরূপ আইসিসি কাপ্তান স্মিথকে এক টেস্টের জন্য নিষিদ্ধ করেছে। একই সাথে তার ম্যাচ ফি'র শতভাগ কেটে নেয়া হবে। জরিমানা ও ডিমেরিট পয়েন্ট গুনতে হয়েছে ব্যানক্রফটকেও। আইসিসির শাস্তির পরও বড় ঝামেলার মুখে পড়তে হচ্ছে স্মিথ ও বাকি সিনিয়র ক্রিকেটারদের।


ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, দলের সিনিয়র ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নারকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া। কেপটাউন টেস্টের এই দিনকে অস্ট্রেলিয়ান ক্রিকেটের কালো অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।



promotional_ad

আর সব কিছুর সূচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার স্থানীয় ক্যামেরাম্যানের সাহসিকতায়।নেইল ম্যানথর্প, দক্ষিণ আফ্রিকান ধারাভাষ্যকার জানিয়েছেন, একজন স্থানীয় ক্যামেরাম্যান কেপটাউন টেস্টে অস্ট্রেলিয়ানদের বল টেম্পারিং কার্যকলাপ বেশ কিছুক্ষণ ধরেই পর্যবেক্ষণ করছিলেন।  


ধারাভাষ্যকার ম্যানথর্প এক রেডিও শো'তে বলেছেন, 'তাদের (ক্যামেরা ক্রু) প্রশংসা করতেই হয়। তারা জানত কি হচ্ছে মাঠে। তারা দেখেছিল অদ্ভুত কিছু একটা ঘটছে। এখানে কোন ডিরেক্টর ছিল না, দায়িত্বটা তাদের উপরেই ছিল। 


আপনি গ্যালারিতে বসে বুঝতে পারবেন না কি হচ্ছে। স্বাভাবিক টিভি সম্প্রচারেও বুঝতে পারবেন না। আমাদের লোক ছিল যারা নিষ্ঠাবান কর্মী। ওরা ওদের কাজ করেছে, সম্পূর্ণ ঘটনাটি ক্যামেরায় ধারন করতে পেরেছে।'



অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফটকে হলুদ টেপের সাহায্য বলের আকৃতি পরিবর্তন করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন। পরে নিজেকে বাঁচাতে হলুদ টেপের টুকরাটি নিজের ট্রাউজারে লুকানোর চেস্টা করেও ক্যামেরায় ধরা পড়েন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball