ইনজুরি নিয়ে বড় দুঃসংবাদ পেলেন তামিম

ছবি:

নিদাহাস ট্রফির ফাইনালে পায়ে চোট পেয়েছিলেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তবে চোট পেলেও সেটা নিয়েই পাকিস্তান গিয়েছিলেন তিনি পিএসএলের তৃতীয় আসরে অংশ নিতে।
সেখানে ইনজুরি নিয়ে প্রথম এলিমেনেটর খেললেও পরবর্তীতে আর ইনজুরির কারণে দ্বিতীয় ইলিমেনেটরে খেলতে পারেননি এই ওপেনার। পরবর্তীতে সেই ইনজুরি নিয়েই তামিমকে ব্যাংকক পাঠিয়ে দেয় পেশোয়ার জালমি কর্তৃপক্ষ।
সেখানকার শল্য চিকিৎসকের কাছে গিয়ে বড় দুঃসংবাদ পেয়েছেন তামিম। ইনজুরি গুরুতর হওয়ার কারণে আগামী ৫-৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই ড্যাশিং ওপেনারকে। এমনকি কোন প্রকার অনুশীলনও করতে পারবেননা তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, 'ব্যাংককে তামিমের রিপোর্ট খুব একটা ভালো আসেনি। সে জন্য চিকিৎসকরা তাঁকে বাড়তি সতর্কতা ও বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ৫-৬ সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার বাইরে অন্য কিছু না করার কথাও বলা হয়ে।'
উল্লেখ্য যে, চলতি পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের হয়ে ৫ ম্যাচ খেলার পর জাতীয় দলে খেলতে ফিরে আসেন তামিম। জালমির জার্সিতে মোট ৬ ম্যাচ খেলে ১৬১ রান করেছেন ৩২.২০ গড়ে।